এনআইএ-সিবিআই বিজেপির ভাই-ভাই
নিজস্ব প্রতিনিধি— গোটা দেশকেই তো জেল বানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সোমবার বাঁকুড়া জেলার রাইপুরের জনসভা থেকে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ নাম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন তিনি৷ সেখান থেকেই প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষে এই ভাষা শোভা পায় না৷ বলছে, ৪ জুনের পর সবাইকে গ্রেফতার করবে, জেলে ভরবে৷ এখনই তো গোটা দেশ জেল হয়ে গেছে৷ গণতন্ত্রকে জেল বানিয়ে দেওয়া হয়েছে৷’ এরপরই কেন্দ্রীয় এজেন্সির নাম নিয়ে মোদিকে আক্রমণ করেন তিনি৷ মমতার দাবি, প্রধানমন্ত্রীর এক পকেটে এনআই, অন্য পকেটে সিবিআই৷
আর এক পকেটে ইডি, আবার অন্য পকেটে ইনকাম ট্যাক্স৷ এনআইএ-সিবিআই ভাই-ভাই আর বাকি এজেন্সি দিয়ে ফান্ড কালেকশন চলছে৷ মোদির উদ্দেশে মমতার হুঁশিয়ারি, ‘আমরা আপনাকে ভয় পাই না৷ কিন্ত্ত এইভাবে জেলে ভরার হুমকি দেবেন না৷’ এই প্রসঙ্গেই মমতার কটাক্ষ, নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করুন, তারপর সবাইকে জেলে ভরে দিন৷ বিরোধী নেতাদের গ্রেফতারির প্রসঙ্গে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কথা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জিতুক৷ ভয় দেখিয়ে, জেলে ভরে জিতবে কেন৷ যদিও মমতার দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে তাঁদের দল আগের থেকেও বেশি ভোটে জিতবে৷
এ বিষয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “কংগ্রেস থেকে উনি রাজনীতি শুরু করেছেন৷ সেই দলটাই দেশে জরুরি অবস্থা জারি করেছিল, গোটা দেশকে জেলখানা বানিয়েছিল৷ কংগ্রেসের গর্ভ থেকে যারা অন্য রাজনৈতিক দল তৈরি করেছেন, তাদের কোনও নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই গণতন্ত্র বা দেশকে জেলখানা বানানো নিয়ে অভিযোগ তোলার৷”