• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

হারের হ্যাট্রিক কল্যাণের, ওকে দেখে খারাপ লাগে, কটাক্ষ সুপ্তির

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ময়দানে হারের হ্যাট্রিক করলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। শনিবার প্রকাশিত হয় রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল। ফলপ্রকাশের পর দেখা যায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন কল্যান চৌবে। ২০২১ সালে মানিকতলা কেন্দ্রে কল্যান চৌবেকে প্রার্থী করেছিল বিজেপি। সে বার সাধন পান্ডের কাছে পরাজিত হন তিনি। ২০২১

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের ময়দানে হারের হ্যাট্রিক করলেন মানিকতলার বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। শনিবার প্রকাশিত হয় রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল। ফলপ্রকাশের পর দেখা যায় সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডের কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছেন কল্যান চৌবে। ২০২১ সালে মানিকতলা কেন্দ্রে কল্যান চৌবেকে প্রার্থী করেছিল বিজেপি। সে বার সাধন পান্ডের কাছে পরাজিত হন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে ২০ হাজার ২৩৮ ভোটে জিতেছিলেন তৃণমূলের প্রার্থী সাধন পাণ্ডে। সাধন পেয়েছিলেন ৬৫ হাজার ৫৭৭ ভোট। কল্যাণ পেয়েছিলেন ৪৭ হাজার ৩৩৯ ভোট। তবে এবারে সুপ্তি পাণ্ডের কাছে হেরে কল্যাণের আক্ষেপ, খেলাটা শুরুই করতে দিল না! গোল দেব কী করে? ভোটই তো হল না। তাহলে জেতা, হারার কী আছে? সবটাই তো ছাপ্পা দিয়ে করে দিল। কল্যাণের অভিযোগ, ২৭৭টার মধ্যে ৮৯টা বুথে ব্যাপক ছাপ্পা মারা হয়েছে। ৬টি জায়গা থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়। ৭১টা বুথে এজেন্ট বসতে পেরেছিল। ৮০ শতাংশ বুথে ভোটই হয়নি। নির্বাচন কমিশনকেও অভিযোগ জানিয়েছিলাম। সিসিটিভি চেক করলেই দেখা যেত আমি সত্যি বলছি কিনা। কল্যাণের আনা অভিযোগ সম্পর্কে সুপ্তি পাণ্ডে বলেন, মন থেকে বলছি, ভদ্রলোককে দেখে আমারও খারাপ লাগে। উনি বারে বারে ভোটে দাঁড়ান আর হেরে যান।

উল্লেখ্য, মানিকতলায় সুপ্তি পান্ডের জয় ছিল কেবল সময়ের অপেক্ষা। কিন্তু সেটা যে একেবারে ৫০ হাজারের বেশি ভোটের ব্যবধানে হবে, সেটা মনে হয় মানিকতলার তৃণমূল কর্মীরাও বুঝতে পারেননি। ২০২৪-এর উপনির্বাচনে সুপ্তি পাণ্ডের প্রাপ্ত ভোট ৮২ হাজার ৮৬১ ভোট। কল্যাণ চৌবে পেয়েছেন ২০ হাজার ৭৪৫ ভোট। অর্থাৎ ২০২১ সালের তুলনায় কল্যাণের প্রাপ্ত ভোট তো কমেছেই, তৃণমূল প্রার্থী বহু পিছনে ফেলে দিয়েছে তাঁকে। পোস্টাল ব্যালটে ২০০ ভোটে জয়ী হয়েছেন সুপ্তি। মোট ৬২ হাজার ৩১২ ভোটে জয়ী হয়েছেন তিনি। এদিন কুণাল ঘোষ বলেন, কল্যাণ চৌবে যত ভোটে হারবেন, ততগুলি রসগোল্লা ওঁর বাড়িতে পাঠাব। বাম জমানার থেকে ভাল আছেন বাংলার মানুষ। বিজেপির প্রতি তাঁদের আস্থা নেই। ভুলকে ভুল বলে স্বীকার করছে। তাই মানুষের আস্থা রয়েছে।