অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি তৃণমূলের
নিজস্ব প্রতিনিধি– বিজেপির হয়ে কাজ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের দাবি, লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচার করছেন রাজ্যপাল৷ বৃহস্পতিবারই দিল্লির নির্বাচনী সদনে এই ইসু্যতে চিঠি দেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন৷
গত ২১ মে এক্স হ্যান্ডেলে রাজ্যপালের একটি ছবি পোস্ট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ সেখানে দেখা গেছে, রাজ্যপাল একটি হলুদ রঙের উত্তরীয়র মতো কিছু পরে আছেন৷ আর তাঁর বুকের কাছে পদ্ম চিহ্নের মতো কিছু লাগানো৷ কুণাল ঘোষের দাবি, ওটি বিজেপি দলের প্রতীক! বৃহস্পতিবার ওই ছবিটিই হাতিয়ার করে কমিশনের কাছে রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ জমা করেছেন ডেরেক৷
যদিও ওই ছবিটির সত্যতা যাচাই করা হয়নি৷ ছবিটিই সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে৷ একেই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে৷ সেই নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি৷ কলকাতা পুলিশ বিশেষ টিম গঠন করে এই ঘটনার তদন্ত করছে, রাজভবনের একাধিক কর্মীকে তলবও করা হচ্ছে দফায় দফায়৷ এরই মধ্যে আবার তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল তৃণমূল৷ শুধু বিজেপির হয়ে প্রচার করা নয়, নির্বাচনী প্রক্রিয়াতেও নাক গলানোর অভিযোগ রাজ্যপাল বোসের বিরুদ্ধে করেছে তৃণমূল৷ ডেরেক কমিশনকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছেন, বাংলার মানুষের অভিযোগ নেওয়ার কথা বলে রাজ্যপাল একটি আলাদা পোর্টাল খুলেছেন৷ নির্বাচন কমিশন থাকার পরও ভোটের মাঝে এই ভিন্ন পোর্টাল খোলা বেআইনি এবং নির্বাচনী পদ্ধতির পরিপন্থী৷ এই নিয়েই রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন কমিশনে জানিয়েছে শাসক দল৷
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছিলেন, ”রাজ্যপালকে স্পষ্ট করতে হবে এই ছবি সত্যি না মিথ্যে৷ রাজ্যপালের পদে থেকে তিনি যদি বিজেপির প্রতীক পোশাকে লাগিয়ে ঘোরেন, তবে তাঁর পদত্যাগ করা উচিত৷ ”