জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সূত্রের খবর, মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করলে রাতেই তাঁকে জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকেরা জ্যোতিপ্রিয়ের স্বাস্থ্য পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়।সূত্রের খবর, মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন জ্যোতিপ্রিয়। জেলের চিকিৎসকেরা প্রথমে তাঁর শারীরিক পরীক্ষা করে দেখেন। কিন্তু বুকে ব্যথা না কমায় জেল কর্তৃপক্ষ মঙ্গলবার রাতেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে জেল থেকে হাসপাতালের কার্ডিয়োলজির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা হয়। বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তবে রিপোর্টে তেমন উদ্বেগজনক কিছু না থাকায় প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয়কে। রাতেই জেলে ফিরিয়ে আনা হয় তাঁকে।

উল্লেখ্য,রেশন দুর্নীতি মামলায় গত অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। গ্রেফতার হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, প্রাক্তন মন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। আইসিইউতে ছিলেন দিন কয়েক। তার পর জেলেও একাধিক বার অসুস্থ হয়ে পড়েন তিনি। হাই কোর্ট হোক বা নিম্ন আদালত, বার বারই জ্যোতিপ্রিয়ের অসুস্থতার কথা উল্লেখ করেছেন তাঁর আইনজীবী।