• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ব্যর্থ বলিভিয়ায় সেনা অভ্যুত্থানের চেষ্টা, ধ্বস্ত জুনিগার

সুক্রে, ২৭ জুন– বিশ্বের ইতিহাসে সেনা অভু্যত্থানের রেকর্ড তৈরি করে ফেলেছে দক্ষিণ আমেরিকার দেশে বলিভিয়া৷ স্বাধীনতার পর থেকে মোট ১৯০ বার সেই দেশে সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে সেনা৷ কিন্ত্ত ১৯১তম বারেই ঘটল বিপত্তি৷ জনতার কোপেই ব্যর্থ হল সেনা অভু্যত্থানের চেষ্টা৷ প্রেসিডেন্ট লুইস আর্চির অনুগামী জনতা এবং মিলিটারি পুলিশের প্রতিরোধ রুখে দিল সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে

সুক্রে, ২৭ জুন– বিশ্বের ইতিহাসে সেনা অভু্যত্থানের রেকর্ড তৈরি করে ফেলেছে দক্ষিণ আমেরিকার দেশে বলিভিয়া৷ স্বাধীনতার পর থেকে মোট ১৯০ বার সেই দেশে সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেছে সেনা৷ কিন্ত্ত ১৯১তম বারেই ঘটল বিপত্তি৷ জনতার কোপেই ব্যর্থ হল সেনা অভু্যত্থানের চেষ্টা৷ প্রেসিডেন্ট লুইস আর্চির অনুগামী জনতা এবং মিলিটারি পুলিশের প্রতিরোধ রুখে দিল সেনাপ্রধান জেনারেল হুয়ান হোসে জুনিগার ক্ষমতা দখলের চেষ্টা৷ শেষে জেল যেতে হল জুনিগারকে৷

দক্ষিণ আমেরিকার দক্ষিণ পশ্চিমের উপকূলের দেশ বলিভিয়া ১৮২৫ সাল পর্যন্ত স্পেনের অধীনে ছিল৷ স্বাধীন পাওয়ার পরে গত এক শতকে বলিভিয়ায় ১৯০ বার সেনা অভু্যত্থান হয়েছে৷ ২০১৯ সালে শেষ বার সেনা বলিভিয়ার ক্ষমতা দখল করেছিল৷ কিন্ত্ত এ বার গণপ্রতিরোধের মুখে পডে় প্রেসিডেন্ট আর্চিকে সরানোর প্রচেষ্টা ব্যর্থ হল৷

বুধবার বলিভিয়ার রাজধানী লা পাজ় শহরের প্লাজা মুরিলো চত্বরে জড়ো হয়েছিলেন জেনারেল হুয়ানের অনুগামী সাঁজোয়া ও ট্যাঙ্ক ব্রিগেডের সেনারা৷ সেখানে হাজির হয়ে হুয়ান স্বয়ং অভু্যত্থানের ডাক দেন৷ এর পরেই বিদ্রোহী সেনা প্রেসিডেন্টের সরকারি বাসভবন এবং পার্লামেন্ট চত্বর ঘিরে ফেলে৷ অন্যদিকে, অভু্যত্থানের চেষ্টার খবর সামনে আসতেই হুয়ানকে বরখাস্ত করে জেনারেল উইলসন সাঞ্চেজকে সেনাপ্রধান নিয়োগ করেন প্রেসিডেন্ট আর্চি৷

পাশাপাশি, বলিভিয়ার আমজনতার কাছে অভু্যত্থান ব্যর্থ করার ডাক দেন৷ টিভি এবং রেডিয়োতে আর্চির সেই বক্তৃতার পরেই শুরু হয় গণপ্রতিরোধ৷ আর তার মুখে পডে় শেষ পর্যন্ত নিরস্ত হয় সেনা৷ প্রেসিডেন্ট অনুগত মিলিটারি পুলিশের পর্যবেক্ষণে শিবিরে ফিরে যান অভু্যত্থানে অংশ নেওয়া সেনারা৷ তবে বিদ্রোহীদের নেতা জেনারেল হুয়ান আত্মগোপন করেছেন বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে৷

প্রসঙ্গত, বলিভিয়ায় বার বার সামরিক অভু্যত্থানের অন্যতম কারণ হিসাবে ‘কফি’কে চিহ্নিত করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই৷ কফি উৎপাদনে সারা বিশ্বে বলিভিয়া তৃতীয়৷ কলম্বিয়া এবং পেরুর পরেই তার স্থান৷ আর তা নিয়ে অশান্তির সূত্রপাত৷ ওই কফির উপর বাইরের দেশগুলির ‘নজর’ বহু দিনের৷ বাইরে থেকে বলিভিয়ার রাজনীতিতে প্রভাব বিস্তার করে দেশে অশান্তির আবহ তৈরি করা হয় বলে অভিযোগ৷