অসমে নদীর জলে ডুবল ইভিএম

গুয়াহাটি, ২০ এপ্রিল: নজির বিহীন দুর্ঘটনা অসমে। লখিমপুর লোকসভা কেন্দ্রে নদীর জলে ডুবল ইভিএম। গতকাল প্রথম দফার নির্বাচনে জরুরি ভিত্তিক একটি ইভিএম ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে ঘটে এই ঘটনা।

জানা গিয়েছে, গতকাল প্রথম দফার নির্বাচনের সময় অমরপুর এলাকার একটি বুথে ইভিএম-এ সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ শুরু করে নির্বাচন কমিশন। সেই ইভিএম মেশিনের বদলে বিকল্প একটি ইভিএম মেশিন পাঠানোর ব্যবস্থা করে কমিশন। মাঝপথে পড়ে একটি নদী। একটি যন্ত্রচালিত নৌকায় করে সেই ইভিএম বোঝাই গাড়ি পার করতে গিয়ে ঘটে বিপত্তি। নদীতে জোয়ার আসায়, আচমকা নদীর স্রোত ও জলস্তর বেড়ে যায়। নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি সমেত ডুবে যায়।

গাড়ির চালক ও নির্বাচনী আধিকারিকরা লাফ দিয়ে আত্মরক্ষা করতে সমর্থ হলেও ইভিএম মেশিনগুলির সলিল সমাধি ঘটে। ঘটনার পর খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। তাঁরা গাড়ি সমেত নৌকাটি টেনে ডাঙায় তোলেন। তবে জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ইভিএম মেশিনগুলি।