ভোট মিটে গেলেও ভোট সংক্রান্ত কার্যে তৎপর কাকলির সহযোদ্ধাগণ
নিজস্ব প্রতিনিধি : মিটে গিয়েছে ভোট পর্ব। বাংলায় উড়েছে সবুজ আবির। নবনির্বাচিত সাংসদগণ দিল্লি পাড়ি দিয়ে সাংসদ হিসেবে শপথগ্রহণ করেছেন। যথারীতি লোকসভার অধিবেশনও শুরু হয়েছে। কিন্তু তাতে কি? নির্বাচন মিটে গেলেও ভোটযুদ্ধের ময়দানে যাঁরা পর্দার আড়ালে থেকে প্রার্থীর হয়ে দিনরাত লড়াই করেন তাঁদের পাহাড় সমান দায়িত্বে এখনও ‘দাঁড়ি’ বসেনি। ভোটের যাবতীয় ব্যয় সংক্রান্ত হিসাব-নিকাশ চলছে। বারাসত