• facebook
  • twitter
Friday, 22 November, 2024

দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি — রাজ্যের আইন-শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের অধীন৷ সেই সূত্রেই ভোটের আগে ফের পুলিশ আধিকারিক পদে রদবদল ঘটানো হল৷ সোমবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ এই রদবদল নিয়ে এদিন আলিপুরদুয়ারের সভা থেকে রীতিমতো হুংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, মুর্শিদাবাদ, মালদহে হিংসা ছড়ালে, তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই৷ বিজেপির কথামতোই

নিজস্ব প্রতিনিধি — রাজ্যের আইন-শৃঙ্খলা এখন নির্বাচন কমিশনের অধীন৷ সেই সূত্রেই ভোটের আগে ফের পুলিশ আধিকারিক পদে রদবদল ঘটানো হল৷ সোমবার মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ এই রদবদল নিয়ে এদিন আলিপুরদুয়ারের সভা থেকে রীতিমতো হুংকার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বললেন, মুর্শিদাবাদ, মালদহে হিংসা ছড়ালে, তার দায় নিতে হবে নির্বাচন কমিশনকেই৷ বিজেপির কথামতোই এই রদবদল ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুকেশ কুমারকে ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ থেকে সরিয়ে এনে পুলিশ হেড কোয়ার্টারে কোনও নন-ইলেকশন পদে বহাল করার জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ মুকেশ কুমারের জায়গায় কাকে পাঠানো হবে, সোমবার সন্ধে পর্যন্ত অবশ্য সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের সভায় বলেন, যারা চোর, তারা বিজেপিতে যোগ দেয়৷ আমাদের মুর্শিদাবাদের ডিআইজিকে সরিয়ে নেওয়া হল বিজেপির কথায়৷ এদিনের সভা থেকে কমিশনকে তীব্র আক্রমণ করে মমতা বলেন, আমি জানি, কারা হিংসা সামলাতে পারে৷ রাজ্য থেকে বেছে অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে৷ মমতা বলেন, এই কারণেই রাজ্যে কোনও হিংসার ঘটনা ঘটলে দায়ী থাকবে নির্বাচন কমিশনই৷

এদিনের সভা থেকে কমিশনের এই তুঘলকি আচরণের বিরুদ্ধে ধর্ণারও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, কৃষকদের জন্য যদি ২৬ দিন ধর্ণা দিতে পারি, তাহলে কমিশনের অফিসের বাইরেও ৫২ দিন বসতে পারি৷ দেখি কত পুলিশ আছে?

রাত পোহালেই রামনবমী৷ উত্তরবঙ্গের সভা থেকে রামনবমীর সময়ে দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিনও ফের একই বিষয়ে সতর্ক করে দিলেন৷ বললেন, কেউ প্ররোচনায় পা দেবেন না৷