• facebook
  • twitter
Monday, 16 September, 2024

কেন্দ্রে সরকার গড়ার তৎপরতা দুই শিবিরে

দেশের নজর জোড়া বৈঠকে দিল্লি, ৫ জুন— একদিকে সরকার গড়তে বৈঠকে বসেছে এনডিএ , অন্যদিকে বুধবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়েছে সন্ধ্যা থেকে৷ লোকসভা ভোটের ফলে এবার তিনশোরও গণ্ডি পেরোতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ পাশাপাশি অনেকটাই ‘ভালো’ ফল করেছে ইন্ডিয়া৷ ফলাফল প্রকাশ্যে আসতেই তডি়ঘডি় বৈঠক ডাকে ইন্ডিয়া জোট৷

দেশের নজর জোড়া বৈঠকে

দিল্লি, ৫ জুন— একদিকে সরকার গড়তে বৈঠকে বসেছে এনডিএ , অন্যদিকে বুধবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়েছে সন্ধ্যা থেকে৷ লোকসভা ভোটের ফলে এবার তিনশোরও গণ্ডি পেরোতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ৷ পাশাপাশি অনেকটাই ‘ভালো’ ফল করেছে ইন্ডিয়া৷ ফলাফল প্রকাশ্যে আসতেই তডি়ঘডি় বৈঠক ডাকে ইন্ডিয়া জোট৷ পরবর্তী রণকৌশল স্থির করতে এই বৈঠক ডাকা হয় বলে সূত্রের খবর৷ এই দ্বৈত বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে দেশের রাজনৈতিক মহলে৷

দিল্লিতে এনডিএ শিবিরে এখন জোর তৎপরতা৷ প্রধানমন্ত্রীর দিল্লির বাড়িতে বৈঠকে বসেছে এনডিএ জোট৷এদিকে আবার বুধবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি খাড়গের ১০ রাজাজি মার্গের বাসভবনে বৈঠক শুরু হয়৷ আগামীতে কোন পথে চলবে জোট, দিক নিদের্শনাই বা কী হবে সেই বিষয়ে বৈঠকে সেইসব নিয়ে আলোচনা হয় বলে খবর৷ বৈঠকে ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব রাহুল ও সোনিয়া গান্ধি, জোটের একাধিক বিরোধী হেভিওয়েট নেতা তথা শরদ পাওয়ার, এমকে স্ট্যালিন, চম্পাই সোরেন, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ডি রাজা ও অন্যান্যরা৷ বৈঠকে যোগ দিতে দিল্লিতে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও৷

এদিকে বৈঠকে যোগ দিতে বুধবার সকালে একদিকে রওনা হন বিহারের মুখ্যমন্ত্রী তথা এনডিএ-র শরিক নীতীশ কুমার, অন্যদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে রওনা হন তেজস্বী যাদব৷ ঘটনাচক্রে বিহার থেকে একই বিমানে দুই নেতা দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন এই খবর ফাঁস হতেই জল্পনা শুরু হয় যে বিমানেই কি তাহলে বদলে যাবে খেলা?

উল্লেখ্য, নীতীশের রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বার বার জোট বদলেছেন৷ জানুয়ারি মাসেই জোট ‘ইন্ডিয়া’ ছেডে় এনডিএতে যোগ দিয়েছেন তিনি৷ তার পর থেকে এনডিএতেই রয়েছেন৷ অন্য দিকে, তেজস্বী ইন্ডিয়া জোটের শরিক৷ এই আবহেই একই বিমানে চডে় তাঁদের দিল্লিযাত্রাকে কেন্দ্র করে জল্পনা রাজনৈতিক মহলে৷

বুধবারই চূড়ান্ত হিসাব হবে কে সরকার গড়বে, কে সরকার ভাঙবে৷ সরকার গঠনের দৌডে় অবশ্য এগিয়ে রয়েছে এনডিএ জোটই৷ সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে এনডিএ ৷ তবে ইন্ডিয়া জোটও খুব একটা পিছিয়ে নেই৷ ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট৷ রামমন্দিরের রাজ্যেই ‘মোদি ঝড়’ রুখে দিয়েছেন সমাজবাদী পার্টি -র প্রধান অখিলেশ যাদব এবং তাঁর সহযোগী কংগ্রেস৷ তারা যদি চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার-কে জোটে টানতে পারে, তবে তারাও সরকার গড়তে পারে অন্যান্য দলগুলির সমর্থন নিয়ে৷ এই পরিস্থিতিতেই দেশের নজর জোড়া বৈঠকে৷

মঙ্গলবার বিকালে ফলাফল স্পষ্ট হতেই ভেসে ওঠে চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমারের নাম৷ দুই নেতার দল টিডিপি ও জেডিইউ যথাক্রমে ১৬ ও ১২টি আসনে জয়লাভ করেছে৷ দু’জনেই বর্তমানে এনডিএ-র শরিক৷ সূত্রের খবর , এই দুই নেতার সঙ্গে কথা চালাচ্ছেন ইন্ডিয়া জোটের নেতারা৷ এনডিএ এবং ইন্ডিয়ার আসনে ফারাক ৬১টি৷ সংখ্যাটি কম যেমন নয়, বেশিও নয়৷ এনডিএ-র শরিক ভাঙিয়ে বিজেপি জোটকে ছাপিয়ে গেলেই সরকার গড়া সম্ভব৷

সেই সম্ভাবনা আঁচ করে বিজেপি শিবিরে ভাবনায় আছে চন্দ্রবাবু ও নীতীশকে উপ প্রধানমন্ত্রী করার প্রস্তাব৷ যদিও দীর্ঘদিন পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ পাওয়ায় তিনি দিল্লিতে রাজনীতি করবেন কি না তা নিয়ে সংশয় আছে৷

আবার দলের কাউকে অত বড় পদ দেওয়ার উদারতা দেখাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে রাজনৈতিক মহলে৷

অন্যদিকে, নীতীশ উপ প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব পেলে বিহারের মুখ্যমন্ত্রী পদে দলের কাউকে বসিয়ে দিতে পারেন৷ আবার ’দু’জনেই এনডিএ-র আহ্বায়ক পদও দাবি করতে পারেন৷ ২০১৮-তে বিজেপির সঙ্গ ত্যাগ করার সময় চন্দ্রবাবু ছিলেন এনডিএ-র আহ্বায়ক৷

এদিকে আবার নীতীশকে নিয়ে অঙ্ক কষছেন লালুপ্রসাদও৷ তাঁর পুত্র তেজস্বী ফের বলেছেন, নীতীশজির জন্য দরজা খোলা৷ তিনি ফিরে এলে আবার আমাদের সমর্থনে মুখ্যমন্ত্রী হবেন৷ যদিও বিমানে তাঁদের মধ্যে কোনও কথা হয়েছে কিনা জানা যায়নি৷ তবে বিহারে আশানুরূপ ফল না হওয়ায় আরজেডি আরও বেশি করে নীতীশকে পাশে চাইছে৷ আগামী বছর বিহার বিধানসভার ভোট৷ তাই নীতীশকে নিয়ে বিজেপি বিরোধী দলগুলির তৎপরতা লক্ষণীয়৷ যদিও নীতীশের শারীরিক ও মানসিক সমস্যাও জোরদার চর্চার বিষয় হয়ে উঠেছে৷

অন্যদিকে দিল্লি ও পাঞ্জাবে ভরাডুবির পর কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটে আম আদমি পার্টি থাকবে কি না, তার দিকেও নজর রাজনৈতিক মহলের৷

এদিকে আবার ভোট মিটতে না মিটতেই ইন্ডিয়া জোটে ফাটল দেখা দিয়েছে ৷ বুধবার সন্ধ্যায় ইন্ডিয়া জোটের বৈঠকে হাজির ছিলেন না শিবসেনা (উদ্ধব) গোষ্ঠীর নেতা উদ্ধব ঠাকরে৷ সূত্রের খবর, সাঙ্গলি আসনে গোঁজ প্রার্থী দিয়ে তাঁর দলের প্রার্থীকে হারানোয় কংগ্রেসের ওপর ক্ষুদ্ধ উদ্ধব৷ তার ওপরে গতবার বিজেপির সঙ্গে জোট করে তিনি রাজ্যে ১৮টি আসন পেয়েছিলেন৷ এবার কংগ্রেসের সঙ্গে জোট করে পেয়েছেন মাত্র ৯টি আসন৷

তবে বুধবারের সেরা ক্লাইম্যাক্স ছিল একই বিমানে নীতিশ আর তেজস্বীর যাত্রা৷ বিমানেই কি জোট অদল-বদলের কথা হয়ে গেল? এদিন বিমান থেকে নামার পর সংবাদমাধ্যমেরএই প্রশ্নের সামনে তেজস্বী যাদব শুধু মুচকি হেসে বলেন, “ধৈর্য্য ধরুন৷ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ৷”