• facebook
  • twitter
Friday, 22 November, 2024

হিরনকে নিয়ে দেবের মাথা-ব্যথা

নিজস্ব প্রতিনিধি– দেবের আত্মবিশ্বাসে কি সামান্য হলেও চিড় ধরেছে? মাদপুরের রোড শো শেষে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন দেব৷ সংবাদমাধ্যমে ইদানিং আলোচনার বিষয় প্রচারে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের বাডি় বাডি় পৌঁছে যাওয়া৷ মানুষ বলছেন গত ১০ বছরে সাংসদের দেখা পাওয়া যায়নি৷ সেই প্রসঙ্গ টেনে দেবের প্রতিক্রিয়া জানতে চাইলে তার বক্তব্য হিরনকে আমন্ত্রণ জানাবো আমার

নিজস্ব প্রতিনিধি– দেবের আত্মবিশ্বাসে কি সামান্য হলেও চিড় ধরেছে? মাদপুরের রোড শো শেষে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটালেন দেব৷ সংবাদমাধ্যমে ইদানিং আলোচনার বিষয় প্রচারে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের বাডি় বাডি় পৌঁছে যাওয়া৷ মানুষ বলছেন গত ১০ বছরে সাংসদের দেখা পাওয়া যায়নি৷ সেই প্রসঙ্গ টেনে দেবের প্রতিক্রিয়া জানতে চাইলে তার বক্তব্য হিরনকে আমন্ত্রণ জানাবো আমার রোড শোয়ে কত সংখ্যক মানুষ আসছেন তা দেখার জন্য৷ কিন্ত্ত সমস্যাটা এখানেই৷ দেব রোড শো করছেন গাডি়র উপর দাঁডি়য়ে৷ সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন৷ কিন্ত্ত তার স্টার ইমেজ ধরে রাখার জন্য বা নিরাপত্তার স্বার্থে জনগণের মাঝে হাজির হতে পারছেন না দেব৷ তুলনায় হিরন আম পাবলিকের মতোই কখনো সবজি বাজারে হাজির হয়ে যাচ্ছেন বা বাডি়র হেঁসেলে ঢুকে মেয়ে বউদের রান্নাবান্নার খোঁজ নিচ্ছেন৷ প্রতিদিন দুপুরে মধ্যাহ্নভোজ সারছেন গ্রামেরই কোন বাডি়তে৷ হিরনের প্রচারের এই স্ট্র্যাটেজি লাখো জনতার ভিডে়ও মানসিক চাপ তৈরি করছে দেবের উপরে৷ তাই হিরনের বিপক্ষে মুখ খুলে দেব বলেন, আমার মনে হয় আমি পেশাদারী জীবনে সফল এটা হিরনের আক্ষেপ৷ সেই আক্ষেপ মেটানোর জন্য ও নির্বাচনী ময়দানকে বেছে নিয়েছে৷

হিরনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন দেব৷ তিনি বলেন, হিরণ প্রথমে তৃণমূল করত৷ পরে বিজেপি তে যায়৷ আবার বিজেপিতে থাকাকালীন তৃণমূলে আসার জন্য যোগাযোগ করে৷ এরকম একজন লোককে কি ঘাটালের মানুষ বিশ্বাস করবেন? আমি কিন্ত্ত ইডি সিবিআই হওয়ার পরেও তৃণমূল ছাডি়নি৷

দেব বলেন আমি এর আগে দু’বার ঘাটালে প্রার্থী হয়েছি৷ গতবারে ভারতী ঘোষ আমার বিপক্ষে দাঁডি়য়ে ছিলেন৷ কিন্ত্ত ভারতীদি কখনো আমাকে ব্যক্তি আক্রমণ করেননি৷ শুভেন্দুদা, সুকান্তদা বা বিজেপির কোন বড় নেতা আমাকে ব্যক্তি আক্রমণ করেননি৷ কিন্ত্ত এখন ঘাটালের নির্বাচনী পরিবেশকে কলুষিত করা হচ্ছে এটা ঘাটালবাসী কখনি মেনে নেবে না৷