আর জি কর কাণ্ডের জেরে আর্টিস্ট ফোরামের প্রতিবাদ মঞ্চে একই ফ্রেমে দেব ও রূপা

আর কর কাণ্ডের প্রতিবাদে এবার একই ফ্রেমে ধরা দিলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব ও বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শনিবার টালিগঞ্জে আর্টিস্ট ফোরাম আরজি কর কাণ্ডের প্রতিবাদে অবস্থানে বসে। সেই প্রতিবাদী মঞ্চে যুযুধান এই দুই অভিনেতাকে একই মঞ্চে পাশাপাশি বসতে দেখা যায়। যা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিরলতম ঘটনা। এর আগে সাধারণ মানুষ তো বটেই, খেলোয়াড়, ইউটিউবার, শিল্পীদের প্রতিবাদ মিছিল দেখেছে শহর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে সকলের গলায় একই স্বর, ‘জাস্টিস ফর আরজি কর’।

প্রসঙ্গত এদিন আর্টিস্ট ফোরামের এই প্রতিবাদ মঞ্চে রূপা ও দেব ছাড়াও ছিলেন টলিউডের অন্যান্য অভিনেত্রী ও শিল্পীরাও। ছিলেন দেবলীনা দত্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অর্জুন চক্রবর্তী, চৈতি ঘোষাল, পাওলি দাম, আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। কোনও রাজনৈতিক রং না দেখে কিশোর কুমারের মূর্তির সামনে গণ অবস্থানে সামিল হন তাঁরা।

সম্প্রতি সিনেমার শ্যুটিংয়ের কাজে বেশ কিছুদিন বিদেশে ছিলেন। সেজন্য আর জি কর কাণ্ডে রাজ্য রাজনীতি তোলপাড় হলেও এবিষয়ে দেবের অবস্থান জানা যায় নি। তিনি এবিষয়ে কোনও মন্তব্যও করেননি। বুধবার দেশে ফিরেই তাঁর অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে যান দেব। এরপর শনিবার আরজি করের ঘটনার বিচার চেয়ে সরব হয়েছেন দেব।টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তির সামনে অবস্থানে বসার পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদও জানান তিনি।


শুধু তাই নয়, আরজি করের ঘটনার মধ্যে আগেই একটি সিদ্ধান্ত নিয়েছেন দেব। জানা গিয়েছে, গত ১৪ অগস্ট দেবের ছবি ‘খাদান’-এর টিজারের মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সেদিন মেয়েদের ‘রাত দখল’-এর কর্মসূচি ছিল। সেজন্য তিনি ঐদিন ‘খাদান’-এর টিজারের মুক্তির সিদ্ধান্ত স্থগিত করে দেন। ঘটনাচক্রে সেদিন রাতেই আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়েছিল।