সুভাষ মন্ডল, কোচবিহার – সবুজ ঝডে় উডে় গেল অমিত শাহ’র ডেপুটি৷ ইন্দ্রপতন ঘটলো কোচবিহারে৷ তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে পরাজিত হলেন বিজেপি প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক৷ কোচবিহার পলিটেকনিক কলেজে ভোট গণনা শুরু হতেই একটু একটু করে এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া৷ কখনো বা খানিকটা এগিয়ে যায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক৷ সিতাই বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার জয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে বিপুল উচ্ছাস ও উন্মাদনা শুরু হয়৷ ভোট প্রাপ্তির অঙ্কে তৃণমূল প্রার্থী জয়ের ব্যবধান নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৪০ হাজারের কিছু বেশি৷
এখানে উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভার ভোটে কোচবিহার আসন থেকে নিশীথ প্রামানিক ৫২ হাজারের বেশি ভোটে জয়ী হন৷ এরপর তাকে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়৷ বর্তমানে সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত কোচবিহার লোকসভা কেন্দ্রের পাঁচটিই বিজেপির দখলে৷ দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্র ছাড়া নাটাবাডি়, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, মাথাভাঙ্গা ও শীতলকুচি রয়েছে বিজেপির দখলে৷ বর্তমানে দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্র রয়েছে শাসক তৃণমূল কংগ্রেস দলের দখলে৷ ২০২১ সালে দিনহাটা বিধানসভা উপনির্বাচনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ও দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ১ লক্ষ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন৷ সেই নিরিখে লোকসভার ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয়ের ব্যবধান নিয়ে সন্ত্তষ্ট থাকার কথা নয় রাজ্যের শাসক দলের জেলা নেতৃত্বের৷