মমতার নির্দেশের পরদিনই রাজ্যের বিভিন্ন বাজারে অভিযান, কিছুটা নিয়ন্ত্রণে সবজির দাম

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবারই কাঁচা সবজির দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ১০ দিনের মধ্যে দাম কমাতে হবে- এই নির্দেশ দিয়েছিলেন পুলিশ-প্রশাসনকে৷ যেমন নির্দেশ তেমনি কাজ৷ অসাধু ব্যবসায়ীদের রুখতে বুধবারই বিভিন্ন বাজারে অভিযান চালাল টাস্কফোর্স৷ এর ফলে একধাক্কায় অনেকটা কমেও গেল সবজির দাম৷ এক একটি সবজির দাম প্রতি কেজিতে ২০-৩০ টাকা পর্যন্ত কমে গিয়েছে বলে জানা গেছে৷

পশ্চিম বর্ধমানের আসানসোলের একাধিক বাজার পরিদর্শন করলেন আসানসোল সদরের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য৷ তাঁর সঙ্গে ছিলেন জেলার কৃষি বিপণন বিভাগ, কৃষি পরিমাপ বিভাগ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ অভিযানে নেমে তাঁরা কয়েকজনকে স্পট ফাইন করেছেন বলে জানা গেছে৷ পাইকারি বাজারে তুলনামূলক সবজির দাম বেশি হওয়ায় সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের৷ এমনকি অনেক দোকানে দাঁড়িপাল্লাতেও সমস্যা রয়েছে বলে জানিয়েছেন মহকুমাশাসক৷ আসানসোল বাজার, হটন রোড সহ আরও কয়েকটি বাজারে অভিযান চালিয়েছেন আধিকারিকরা৷ এর ফলে আনাজের দাম কমেছে অনেকটাই৷ এই দাবি করেছেন সাধারণ ক্রেতারাও৷ এছাড়াও মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের একাধিক বাজারে চলতি সপ্তাহে আনাজের দাম কিছুটা হলেও কম৷ সরকারের নজরদারিতে দাম কমেছে বলে মনে করছেন ক্রেতারা৷

বীরভূমের বাজারগুলিতে পুলিশকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে৷ বুধবার সকালে বোলপুর হাটতলার বাজারে অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ৷ সঙ্গে ছিলেন বোলপুর থানার পুলিশ আধিকারিকরা৷ এক আধিকারিক জানিয়েছেন, জেলার বিভিন্ন বাজারে আলু পেঁয়াজ, পটল, রসুন সহ অন্যান্য শাকসবজির দাম বেশি৷ এদিন অভিযানে নেমে সবজির দাম সম্পর্কে বিক্রেতাদের জিজ্ঞাসাবাদ করেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ বহরমপুরের স্বর্ণময়ী বাজারে গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে সবজির দাম৷ আলুর দাম প্রতি কেজি ৩০-৩৫ টাকা ৷ পটলের দাম ৩০ টাকা, বেগুন বিকোচ্ছে ৪০-৫০ টাকায়৷ সমস্ত সবজির দামই এখানে ২৫ শতাংশ হারে কমেছে বলে জানা গিয়েছে৷


নদিয়ার কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী এবং করিমপুরেও গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির দাম অনেকটাই কমেছে৷ তবে দাম বেশি আলুর৷ মূলত পরিবহন ব্যয়ের কারণেই এই মূল্যবৃদ্ধি৷ হাওড়াতেও গত সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম৷ প্রতি কেজি ৯০ টাকা দরে বিক্রি হওয়া ঝিঙের মূল্য এখন ৮০ টাকা৷

হাওড়ায় এক কেজি বেগুন বিক্রি হচ্ছিল ২০০ টাকায়৷ বুধবার ১২০-১৫০ টাকা দরে বিক্রি হয়েছে৷ হুগলির মল্লিক কাসেম হাট, শেওরাফুলির পাইকারি বাজারেও চালানো হয়েছে অভিযান৷ এদিন শেওরাফুলি বাজারে শ্রীরামপুর মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকরা অভিযান চালান৷ পরীক্ষা করে কয়েকটি দাঁড়িপাল্লাও বাজেয়াপ্ত করে আধিকারিকরা৷ সবজির দাম বেশি নেওয়ায় খুচরো বিক্রেতাদেরও সতর্ক করা হয়৷
এছাড়াও রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় বুধবার অভিযানের এই ছবি ধরা পড়েছে৷ আসানসোল সদরের মহকুমাশাসক বলেন, বাজারে সবজির দাম অনেকটাই চড়া৷ হোলসেল মার্কেট থেকে পাইকারি মার্কেটে দাম অনেকটাই বেশি৷ এতটা পার্থক্য হওয়ার কথা নয়৷ কয়েকজন পাইকারি ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে৷ এর মধ্যে আবার ওজনেও কারচুপি করা হচ্ছে৷