ডাল সবজি তো দূরের কথা, ভাতের উপর হলুদ গুঁড়ো ছড়িয়ে স্কুলে পরিবেশন মিড ডে মিল

রাঁচি, ৭ জুলাই: ভাতের সঙ্গে তরকারির পরিবর্তে পাতে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো৷ মিড ডে মিলের এই করুণ ছবি ধরা পড়ল ছত্তিশগডে়র একটি স্কুলে৷ বলরামপুরের বিজাকুরা গ্রামের বিজাকুরা প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে৷ ডিম তো দূরের কথা, পাতে নেই ডাল কিংবা সবজিও। তার বদলে ভাতের উপর ছডি়য়ে দেওয়া হচ্ছে হলুদ৷

স্কুল কর্তৃপক্ষ দাবি করেছে, এক সপ্তাহ ধরে স্কুলের ৪৪ জন পড়ুয়ার পাতে কোনও সবজি পডে়নি৷ প্রধান শিক্ষক এই ঘটনার জন্য মিড ডে মিল সরবরাহকারীদের দিকে আঙুল তুলেছেন৷ অপরদিকে, পাওনা টাকা মেটানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন খাবার সরবরাহকারীরা৷ এর মাঝে পডে় প্রাপ্য খাবার পাচ্ছে না পড়ুয়ারা৷ এই ঘটনা নিয়ে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যেও কাদা ছোঁড়াছুডি় চলছে৷

মিড ডে মিলের রাঁধুনি সুখিয়া দেবী দাবি করেছেন, কখনও শুধু ডাল আসছে, তো কখনও শুধু ডাল৷ ঠিক মতো খাবার সরবরাহ করা হচ্ছে না৷ সবজি তো আসছেই না৷ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জেলা শিক্ষা আধিকারিক দেবেন্দ্র নাথ মিশ্র ৷


এসবের মধ্যেই বঞ্চিত হচ্ছে খুদে পড়ুয়ারা৷ খিদের চোটে ভাত দিয়ে হলুদ গুড়ো মেখে খেয়ে নিলেও তাদের শরীরে পুষ্টির অভাব হচ্ছে৷ উল্লেখ্য, মিড ডে মিলের জন্য সরকারের তরফে যে ধরনের খাবার বরাদ্দ করা হয়েছে ছত্তিশগডে়র এই স্কুলে তার উল্টো ছবি ধরা পড়ল৷ দোষ যারই হোক, ভুগতে হল পড়ুয়াদের৷