আমিনুর রহমান, বর্ধমান ৩১ মার্চ — এক সময় বর্ধমানের জামালপুর ছিল বামফ্রন্টের “লালদুর্গ৷” কোন নির্বাচনেই তাদের হারানো যেত না৷ বর্তমানে পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা এখন শাসকদল তৃণমূল কংগ্রেস এর শক্ত ঘাঁটি৷ রাজনৈতিক মহলের ওই দাবি মাথায় রেখে জেলার মধ্যে নজরকাড়া কর্মসূচি চলে৷ তৃনমূল কংগ্রেসের মজবুত সংগঠনের কথা মাথায় রেখে গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এসে জেলার একমাত্র বড়ো জনসভায় অংশ নিয়েছিলেন৷ এবারও লোকসভা ভোটের আগে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস ডাকে বড়ো ধরনের নিবাচনী প্রচার কর্মসূচির ঘোষণা করা হয়৷ এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয় প্রার্থী ডাঃ শর্মিলা সরকারকে নিয়ে চলে প্রচার কাজ৷ হাজার হাজার কর্মী সমর্থকদের সমাগম ঘটে৷ বিশেষ করে মহিলা সমর্থকদের জনস্রোত দেখা যায় দলীয় কর্মসূচিতে৷ নেতৃত্ব দেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মেহেমুদ খান৷ ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত এর উপ প্রধান সাহাবুদ্দিন মন্ডল এবং সমস্ত শাখা সংগঠনের নেতাকর্মীরা৷ মূলত মতুয়া সম্প্রদায়ের বসবাস বেশি থাকায় জামালপুরে সভায় তৃণমূল নেতৃত্ব সিএএ নিয়ে সরব ছিলেন বেশি৷ প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়৷
এদিন সকালেই বর্ধমান পূর্ব আসনের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার হারালা বিপত্তারিণী মন্দিরে পুজো দিয়ে বাডি় বাডি় প্রচারে বের হন৷ সঙ্গে ছিলেন ব্লক সহ জেলা নেতৃবৃন্দ৷