• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফুড এসআই পরীক্ষায় প্রশ্ন ফাঁস মামলায় সিআইডি-তে ভরসা আদালতের

কলকাতা, ২৩ এপ্রিল: ফুড এসআই পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলায় এবার রাজ্য গোয়েন্দাদের ওপর ভরসা। আজ, মঙ্গলবার এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই মামলার শুনানির পর এই নির্দেশ দিয়েছেন। তিনি শুনানির সময় সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডি তদন্তের নির্দেশ দেন। আদালত আগামী ২২ মে রাজ্য

কলকাতা, ২৩ এপ্রিল: ফুড এসআই পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস মামলায় এবার রাজ্য গোয়েন্দাদের ওপর ভরসা। আজ, মঙ্গলবার এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আজ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা এই মামলার শুনানির পর এই নির্দেশ দিয়েছেন। তিনি শুনানির সময় সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডি তদন্তের নির্দেশ দেন। আদালত আগামী ২২ মে রাজ্য গোয়েন্দা বিভাগ সিআইডি-কে এই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেজন্য আজ এডিজি সিআইডি-কে এই মামলার তদন্তের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত গত ১৬ এবং ১৭ মার্চ রাজ্যের খাদ্য দপ্তরের সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু পরীক্ষার আগেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন চাকরি প্রার্থীরা। বিষয়টির বিহিত চেয়ে হাইকোর্টের স্মরণাপন্ন হন চাকরি প্রার্থীরা। এই প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে সারা রাজ্যে মোট সাতটি এফআইআর দায়ের হয়। দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে এই মামলার তদন্তভার তুলে দেওয়া হয়েছে এডিজি সিআইডি-কে। আগামী ২২ মে এই মামলার শুনানি।