• facebook
  • twitter
Monday, 16 September, 2024

ভোটগণনা : বাংলায় আসছে ১৩৮ জন পর্যবেক্ষক

নিজস্ব প্রতিনিধি— ভোটগণনার উপর কড়া নজরদারি রাখতে বাংলায় ১৩৮ জন কাউন্টিং অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷ একইসঙ্গে কমিশনের ফরমান, গণনাকেন্দ্রের ভিতর রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের নিজের টেবিল ছেডে় ওঠা চলবে না৷ রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা হবে এবার ৫৫টি গণনাকেন্দ্রে৷ কলকাতা দক্ষিণ আসনে গণনা হবে সাতটি কেন্দ্রে৷ ডায়মন্ড হারবার আসনের ভোট গোনা হবে চারটি

নিজস্ব প্রতিনিধি— ভোটগণনার উপর কড়া নজরদারি রাখতে বাংলায় ১৩৮ জন কাউন্টিং অবজার্ভার পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন৷ একইসঙ্গে কমিশনের ফরমান, গণনাকেন্দ্রের ভিতর রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের নিজের টেবিল ছেডে় ওঠা চলবে না৷ রাজ্যের ৪২টি লোকসভা আসনের ভোটগণনা হবে এবার ৫৫টি গণনাকেন্দ্রে৷ কলকাতা দক্ষিণ আসনে গণনা হবে সাতটি কেন্দ্রে৷ ডায়মন্ড হারবার আসনের ভোট গোনা হবে চারটি আসনে৷ রায়গঞ্জ ও বারাসত আসনে দুটি করে ও দার্জিলিং আসনের ভোটগণনা হবে তিনটি কেন্দ্রে৷ এই ৫৫টি কাউন্টিং স্টেশনে ছডি়য়ে থেকে ভোটগণনা পর্বের উপর নজরদারি রাখবেন ১৩৮ জন গণনা পর্যবেক্ষক৷

কমিশন সূত্রে খবর, কোন লোকসভা কেন্দ্রে কতজন গণনা পর্যবেক্ষক থাকবেন, তার তালিকা তৈরির কাজ চলছে৷ সামগ্রিকভাবে লোকসভা আসনের পাশাপাশি কোনও নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের জন্যও এই গণনা পর্যবেক্ষকদের নিয়োগ করা হতে পারে৷ কমিশন সূত্রে খবর, গণনা পর্যবেক্ষক নিয়োগ ছাড়াও গণনা চলাকালীন কাউন্টিং স্টেশনের ভিতরেও বেশ কিছু ক্ষেত্রে নিয়ম বদল করা হচ্ছে৷ যার অন্যতম, এবার ভোটগণনার সময় গণনাকেন্দ্রের মধ্যে নিজের টেবিল ছেডে় কাউন্টিং এজেন্টদের এদিক ওদিক হাঁটাচলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে এবার কমিশন৷ একমাত্র ইলেকশন এজেন্টদের ক্ষেত্রেই গণনাকেন্দ্রের ভিতর যত্রতত্র ঘোরাফেরায় ছাড় দেওয়া হচ্ছে বলে কমিশন সূত্রে খবর৷