দিল্লি, ১ এপ্রিল: লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে গত মাসেই। বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাঁর প্রচার অভিযান শুরু করে দিয়েছে। আগামী ১৯ এপ্রিল দেশে প্রথম দফার ভোট। একটু দেরিতে হলেও আগামী ৫ এপ্রিল দলীয় ইস্তাহার প্রকাশ করতে চলেছে কংগ্রেস। গত ১৬ মার্চ কংগ্রেস ‘পাঁচ ন্যায়, পঁচিশ গ্যারান্টিজ’ প্রকাশ করেছিল। এবার আগামী ৩ এপ্রিল থেকে আট কোটি গ্যারান্টি কার্ড বিলি করা হবে। সেজন্য ‘ঘর ঘর গ্যারান্টি’ কর্মসূচি শুরু করবে কংগ্রেস। তার দুই দিন পর ৫ এপ্রিল দলীয় ইস্তাহার প্রকাশ করতে চলেছে হাত শিবির। আজ, সোমবার সংবাদ মাধ্যমকে একথা জানান, দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি জানান, দেশজুড়ে আলোচনা ও দলের ‘আওয়াজ ভারত কি’ ওয়েবসাইট ও ই-মেলে আসা পরামর্শ মেনে কংগ্রেস ইস্তাহার এই তৈরি করছে। ইস্তাহারে সাধারণ মানুষের কথা থাকবে।
এদিকে গত শনিবার ২৭ সদস্যের ইস্তাহার কমিটি ঘোষণা করেছে বিজেপি। কমিটিতে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে এই কমিটি ইস্তাহার তৈরি করবে। এদিন কংগ্রেস ইস্তাহার প্রকাশের দিন ঘোষণার সময় শেষ মুহূর্তে বিজেপির ইস্তাহার কমিটি গঠন নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। এবিষয়ে দলের সাধারণ সম্পাদক রমেশ বলেন, ‘শেষ মুহূর্তে বিজেপি নিয়মরক্ষার ইস্তাহার তৈরি করতে শুরু করেছে। এতেই প্রমাণিত হয় বিজেপি সাধারণ মানুষকে কেমন চোখে দেখে।’