• facebook
  • twitter
Friday, 22 November, 2024

লোকসভা ভোটে বাংলার আরও তিন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস

দিল্লি, ৭ এপ্রিল: আজ রবিবার ভারতের জাতীয় কংগ্রেস আসন্ন লোকসভায় আরও তিনজন প্রার্থীর নাম ঘোষণা করল। এই তিনজনই পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হবেন বলে জানা গিয়েছে। রাজ্যের এই তিন কেন্দ্রের নাম বনগাঁ, উলুবেড়িয়া ও ঘাটাল। হাত শিবিরের ঘোষণা অনুযায়ী, বনগাঁ কেন্দ্র থেকে প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়া থেকে আজহার মল্লিক ও ঘাটাল থেকে পাপিয়া চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী হবেন।

দিল্লি, ৭ এপ্রিল: আজ রবিবার ভারতের জাতীয় কংগ্রেস আসন্ন লোকসভায় আরও তিনজন প্রার্থীর নাম ঘোষণা করল। এই তিনজনই পশ্চিমবঙ্গ থেকে প্রার্থী হবেন বলে জানা গিয়েছে। রাজ্যের এই তিন কেন্দ্রের নাম বনগাঁ, উলুবেড়িয়া ও ঘাটাল। হাত শিবিরের ঘোষণা অনুযায়ী, বনগাঁ কেন্দ্র থেকে প্রদীপ বিশ্বাস, উলুবেড়িয়া থেকে আজহার মল্লিক ও ঘাটাল থেকে পাপিয়া চক্রবর্তী কংগ্রেসের প্রার্থী হবেন। দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল আজ দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই তিনজনের নাম চূড়ান্ত করেছে। এই তিন লোকসভা কেন্দ্রের পাশাপাশি, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও প্রার্থীর নাম ঘোষণা করেছে কংগ্রেস। এই কেন্দ্র থেকে আঞ্জু বেগমকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার কংগ্রেস তাঁর দলীয় ইস্তাহার প্রকাশ করে। লোকসভা ভোটের উদ্দেশ্যে ‘ন্যায় পত্র’ শিরোনামের সেই দলীয় ইস্তাহারে বহু প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়েছে। সেখানে কৃষকদের উৎপাদিত পণ্যের ওপর ন্যূনতম মূল্য নির্ধারণ, দেশব্যাপী আদম সুমারি ও ৩০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। হাত শিবিরের সেই ইস্তাহারে আরও ঘোষণা করা হয়েছে, কংগ্রেস যদি ক্ষমতায় আসে, তাহলে সেনা বিভাগে অগ্নিপথ প্রকল্পের অবলুপ্তির করা হবে। এবং দেশের প্রতিটি গরিব মহিলাকে বছরে এক লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।