উত্তরপ্রদেশ নির্বাচনের আগে রাজ্যের শাসক দল তথা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে প্রচারাভিযান শুরু করল কংগ্রেস। ভারত ছাড়াে আন্দোলনের বার্ষিকী উপলক্ষ্যে কংগ্রেস রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে ‘ভাজপা গদ্দি ছােড় দো’ অভিযান শুরু হয়েছে।
দলের তরফে বলা হয়েছে, মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষক দুর্দশা, আইন-শৃঙ্খলা ব্যবস্থার অবনতি সহ একাধিক ইস্যুতে কংগ্রেস রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রে মিছিল, জনসভা সহ একাধিক দলীয় কর্মসূচী পালন করবে।
মহাত্মা গান্ধির নেতৃত্বে ৯ আগস্ট, ১৯৪২ ভারত ছাড়াে আন্দোলন শুরু হয়েছিল। তার ঠিক পাঁচ বছরের মাথায় ১৫ আগস্ট, ১৯৪৭ ভারত স্বাধীন হয়েছিল। কংগ্রেসের তরফে জানানাে হয়েছে, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের মূল বাজার এলাকা সহ ৫ কিলােমিটার জুড়ে কংগ্রেস মিছিল, জনসভা করবে।
দলের শাখা ইউনিট ও জেলা ইউনিটগুলাের প্রধানদের ওপর মিছিল ও দলীয় জনসভাকে সফল করার দায়িত্ব আরােপ করা হয়েছে। কংগ্রেস রাজ্য শাখার প্রধান অজয় কুমার লালু ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রার নেতৃত্বে কংগ্রেস আসন্ন উত্তরপ্রদেশ ভােটে লড়াই করবে।