প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরি, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরি৷ শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়৷

জানা গিয়েছে, বিশ্বনাথ চৌধুরী গত কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন৷ শহরের একটি নার্সিংহোমে বেশ কয়েকদিন তাঁর চিকিৎসা চলছিল৷ কিন্তু দীর্ঘদিন ধরে সেই চিকিৎসার খরচ বহন করতে পারছিল না তাঁর পরিবার৷ খবর পেয়ে পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

গত ১৬ জুলাই মুখ্যমন্ত্রীর উদ্যোগেই এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় বাম আমলের মন্ত্রীকে৷ তিনি নিজে হাসপাতালের সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে খবর৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছিল৷ শনিবার সকালে প্রাণ হারান রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী৷ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দুঃখিত৷ উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল৷


ওনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওনাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম৷ কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এলো না৷ এই দুঃখের দিনে আমি ওনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই৷ প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারের যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে, সেখানে অর্ধদিবস ছুটি থাকবে৷’

প্রসঙ্গত, প্রায় ২৫ বছর ধরে মন্ত্রীত্ব সামলেছেন বিশ্বনাথ চৌধুরী৷ ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন৷ পর পর সাতবার বালুরঘাট থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হন৷ তৃণমূলের শংকর চক্রবর্তীর কাছে ২০১১ সালে বিধানসভা নির্বাচনে হেরে যান তৎকালীন বাম আমলের এই মন্ত্রী৷