• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কাকলির প্রচারে চাঁদের হাট

নিজস্ব প্রতিনিধি— শেষলগ্নের নির্বাচনী প্রচারে চাঁদের হাট বারাসাত লোকসভা কেন্দ্রে৷ বারাসাত কেন্দ্রের তিনবারের সাংসদ তথা চতুর্থবারের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে হাজির হয়েছিলেন বলিউড এবং টলিউডের একঝাঁক তারকা৷ বুধের বিকেলে মধ্যমগ্রামের দিগবেডি়য়া থেকে বাদামতলা পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী৷ রোড শো-তে উপস্থিত ছিলেন ‘রাম তেরি গঙ্গা মরি’ নামক প্রখ্যাত সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী৷

নিজস্ব প্রতিনিধি— শেষলগ্নের নির্বাচনী প্রচারে চাঁদের হাট বারাসাত লোকসভা কেন্দ্রে৷ বারাসাত কেন্দ্রের তিনবারের সাংসদ তথা চতুর্থবারের তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে প্রচারে হাজির হয়েছিলেন বলিউড এবং টলিউডের একঝাঁক তারকা৷ বুধের বিকেলে মধ্যমগ্রামের দিগবেডি়য়া থেকে বাদামতলা পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী৷ রোড শো-তে উপস্থিত ছিলেন ‘রাম তেরি গঙ্গা মরি’ নামক প্রখ্যাত সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মন্দাকিনী৷ প্রার্থীর সমর্থনে এদিনের রোড শো-তে অভিনেত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষও৷

এদিন বিকেলে মধ্যমগ্রামের দিকবেডি়য়ায় কাকলির বাডি়র সামনে থেকেই রোডশো শুরু করেন মন্দাকিনী৷ অভিনেত্রীর আসার আগেই কয়েক হাজার তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা জড়ো হয়েছিলেন রাস্তার দু’ধারে৷ হুডখোলা গাডি়তেই ছিলেন বলিউড অভিনেত্রী৷ দিগবেডি়য়া থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা রোড শো করেন তিনি৷ বলিউড অভিনেত্রীকে দেখতে বাদু রোড এবং সোদপুর রোডের ধারে বহু উৎসাহী মানুষ জড়ো হয়েছিলেন৷ অভিনেত্রীকে দেখে কেউ মোবাইলে ছবি তুলেছেন আবার কেউবা অভিনেত্রীর দিকে হাত নেডে়ছেন৷ মন্দাকিনীও তাদের দিকে হাত নাড়িয়ে জনসমর্থন আদায় করেন৷

অন্যদিকে এদিন হাবরার দেশবন্ধু পার্ক থেকে শুরু হয় কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে বর্ণাঢ্য রোড শো৷ এদিনের রোড শো-তে কাকলির সমর্থনে এসেছিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শতাব্দী রায় এবং শ্রীরামপুরের বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ হাবরার জয়গাছিতে এসে শেষ হয় এই রোড শো৷ পাশাপাশি হাবড়ার পর এদিন অশোকনগরেও কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে রোড শো করেন টলিউডের একঝাঁক অভিনেতা এবং অভিনেত্রী৷ হরিপুর মাঠ থেকে শুরু হয় রোড শো৷ সেখানেও কাকলির সমর্থনে হাজির ছিলেন অভিনেতা সোহম, বনী এবং অভিনেত্রী কৌশনী৷ হাজির ছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও৷ আদিবাসী, ছৌ নৃত্য সহ ডঙ্কা, কাসর নিয়ে মতুয়ারাও এদিন রোড শো-তে অংশ নিয়েছেন৷ এদিনের অশোকনগরের রোড শো শেষ হয় বিল্ডিং মোডে়৷ কাকলিকে এদিন ‘ভালো মানুষ’ বলে উল্লেখ অভিনেত্রীর৷ বলিউড অভিনেত্রী মন্দাকিনী এদিন বলেন, বাংলায় আমি আগেও প্রচারে এসেছি৷ এবারেও আসলাম৷ বাংলা আমার কাছে খুব প্রিয় জায়গা৷ আমি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত নই৷ তবে ভালো মানুষদের হয়ে প্রচারে আসতে ভালো লাগে৷ মন্ত্রী ব্রাত্য বসু বলেন, বাংলা জুডে় সবুজ ঝড় চলছে৷ প্রধানমন্ত্রী বাংলায় এসে ভিত্তিহীন কথা বলছেন, বিভাজনের রাজনীতি করছেন৷ বাংলায় সবুজ ঝডে়র কাছে গেরুয়া রিমেল মাঝপথেই দিশেহারা৷