• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নীতিশের ফের ইউ টার্নের সম্ভাবনা, ৪ জুন বড় সিদ্ধান্ত

পাটনা ২৮ মে— ফের কি শিবির বদলের উৎসব দেখবে বিহার? মঙ্গলবার আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি মানলে সেকরমটাই মনে হচ্ছে৷ মঙ্গলবার আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, ৪ জুন গোটা দেশ যখন লোকসভা নির্বাচনের ফল জানতে মগ্ন থাকবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তখন দল ও সরকার নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করবেন৷ কি ঘোষণা করবেন তা স্পষ্ট

পাটনা ২৮ মে— ফের কি শিবির বদলের উৎসব দেখবে বিহার? মঙ্গলবার আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি মানলে সেকরমটাই মনে হচ্ছে৷ মঙ্গলবার আরজেডি নেতা তেজস্বী যাদবের দাবি, ৪ জুন গোটা দেশ যখন লোকসভা নির্বাচনের ফল জানতে মগ্ন থাকবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তখন দল ও সরকার নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা করবেন৷ কি ঘোষণা করবেন তা স্পষ্ট না জানালেও নীতীশের ফের দল বদলের সম্ভাবনাও উড়িয়ে দেননি আরজেডি নেতা৷ রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তেজস্বীর দাবি, দল ও পিছড়ে বর্গের রাজনীতি বাঁচাতে চাচাজিকে নতুন সিদ্ধান্ত নিতে হবে৷ প্রসঙ্গত, লালুপ্রসাদের ছেলেমেয়েরা নীতীশকে কাকা বা চাচা সম্মোধন করেন৷ এই কথা শোনার পরই তেজস্বীকে প্রশ্ন করা হয়, নীতিশ কুমারের কি ফের আরজেডিতে ফেরার আশা দেখা দিচ্ছে? প্রশ্নে আরজেডি নেতার জবাব, ‘আর তো মাত্র ক’টা দিন৷ চাচাজির মুখ থেকেই শুনবেন সব৷’

সুত্রের খবর, লোকসভা ভোটের পর নীতীশ মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গেলে জেডিইউ ভেঙে যাওয়া অসম্ভব নয়৷ এমনিতেই বিজেপির হাত ধরায় নীতীশের অতি পশ্চাৎপদ শিবিরের ভোট ব্যাঙ্কে ফাটল ধরেছে বলে খবর৷ লক্ষণীয় হল, নীতীশ শিবির বদলের পরও লালুপ্রসাদ তাঁর জন্য আরজেডির দরজা খোলা রেখেছেন৷ আরজেডি সুপ্রিমো একাধিক জায়গায় বলেছেন, বিজেপিকে বিহারের ক্ষমতা থেকে দূরে রাখতে তিনি যা কিছু করতে পারেন৷ নীতীশ ফিরে এলে আবার তাঁকে মুখ্যমন্ত্রীর পদ ফিরিয়ে দেওয়া হবে৷ তেজস্বীর এই মন্তব্যের পর বিহার জুড়ে শোরগোল পড়ে গিয়েছে৷ শুরু হয়েছে তাঁর কথার উদ্দেশ্য খোঁজা৷ তবে খোদ নীতীশকে নিয়ে বিহারে জল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই৷ শারীরিকভাবে তিনি সুস্থ নন, আগেই জানা গিয়েছিল৷ দিন দিন ভুলে যাওয়ার অসুখও তাঁকে গ্রাস করছে৷ এতটাই ভুলে যাচ্ছেন যে গত রবিবার একটি সভায় আগাগোড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুখ্যমন্ত্রী বলে উল্লেখ করেন নীতীশ৷ মন্ত্রী, সচিব, নেতাদের নাম ভুলে যাচ্ছেন৷ বিহার সরকার সুত্রের খবর, রাজ্যের উন্নয়ন নিয়ে আলোচনা করতে লন্ডনে গিয়ে ভুলে যাওয়া অসুখের চিকিৎসা করিয়ে এসেছেন নীতীশ৷ কিন্ত্ত রোগ সারেনি৷ এই অবস্থায় নীতীশ কতদিন মুখ্যমন্ত্রিত্ব করতে পারবেন সন্দেহ আছে৷ আইন বলছে, শারীরিক অসুস্থ ব্যক্তি মন্ত্রী, মুখ্যমন্ত্রী থাকতে পারেন৷ কিন্ত্ত স্মৃতিভ্রম হওয়া ব্যক্তির পক্ষে ওই পদে দায়িত্ব পালন সম্ভব নয়৷ বিহারের রাজনৈতিক মহলের খবর পরিস্থিতির সুযোগ নিতে চাইছে বিজেপি৷ নীতীশ মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দিলে বিজেপি সেই পদ দাবি করবে৷ আগামী বছর বিহার বিধানসভার ভোট৷ বর্তমান বোঝাপড়া অনুযায়ী মুখ্যমন্ত্রী পদ নীতীশের দল জেডিইউ’র পাওয়ার কথা৷ কিন্ত্ত ঘরোয়া আলোচনায় বিজেপি জানিয়ে দিয়েছে, তারা নীতীশ ছাড়া জেডিইউ’র আর কোনও নেতাকে মুখ্যমন্ত্রী পদে মানবে না৷ প্রসঙ্গত, এনডিএ-তে জেডিইউ’র তুলনায় বিজেপির বিধায়ক বেশি৷