নিজস্ব প্রতিনিধি– শ্রীশ্রী আনন্দমূর্তিজির ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে, আনন্দ মার্গ প্রচারক সঙ্ঘ বৃহস্পতিবার কলকাতায় তাঁর জন্মবার্ষিকী পালন করলো৷ অনুষ্ঠানটি শুরু হয় প্রভাত সঙ্গীত গান এবং ১২ ঘন্টা বাবা নাম কেবলম অখন্ড কীর্তন এবং সম্মিলিত ধ্যানের মাধ্যমে৷ এই উপলক্ষ্যে শ্রীশ্রী আনন্দমূর্তিজির আদর্শ জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়৷ আনন্দ বাণী পথ ২৫টি ভিন্ন ভাষাতেও পাঠ করা হয়েছিল৷ আচার্য নিত্যসত্যানন্দ অবধূত আনন্দ বাণীর সারমর্ম ব্যাখ্যা করেছেন৷ ১১০০ জনের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়৷ আনন্দ মার্গ ইউনিভার্সাল রিলিফ টিম দ্বারা দরিদ্র মহিলাদের মধ্যে শাডি় বিতরণ করা হয়৷ রেনেসাঁ ইউনিভার্সাল এবং রেনেসাঁ আর্টিস্ট ও রাইটার্স অ্যাসোসিয়েশন, আনন্দ মার্গ প্রচারক সংঘের বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক শাখা আজ প্রভাত সংগীত উপর ভিত্তি করে মানবতা ও প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান একটি জাতীয় সিম্পোজিয়ামের আয়োজন করেছে৷ সভাপতিত্ব করেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, প্রধান বক্তা ছিলেন প্রফেসর দেবাশীষ মন্ডল, যন্ত্রসংগীত বিভাগ, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়৷