সন্দেশখালির সব অভিযোগের তদন্ত চালাবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টে

মোল্লা জসিমউদ্দিন: লোকসভা নির্বাচন আবহে বড়সড় আইনী অস্বস্তি বাড়লো রাজ্যের৷ বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে উঠে সন্দেশখালি মামলা৷ সন্দেশখালি জমিদখল-নারী নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের৷ এই মামলায় সিবিআই-কে সিট গঠন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিভগননম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷ তদন্তে সব ধরনের সাহায্য করবে রাজ্য পুলিশ৷ আদালতের নজরদারিতে এবার সন্দেশখালির ঘটনার তদন্ত করবে সিবিআই৷ সন্দেশখালি নিয়ে কলকাতা হাইকোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল৷ সেইসব মামলার শুনানি হয় প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে৷ সেই মামলার পরিপেক্ষিতে সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ সন্দেশখালি নিয়ে জনস্বার্থ ও স্বতঃপ্রণোদিত মামলা, দু’টি ক্ষেত্রেই সিবিআই-কে সিট গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ-‘সিবিআই-কে পোর্টাল তৈরি করতে হবে৷ এছাড়া, সিবিআইয়ের চালু করা ইমেল আইডির মাধ্যমে অভিযোগ জানানো যাবে৷ অভিযোগকারীদের গোপনীয়তা বজায় রাখতে এই পদক্ষেপ৷ জমি দখল, ধর্ষণ, চাষের জমিকে ভেডি়তে পরিবর্তন করা সহ সব অভিযোগের তদন্ত করবে সিবিআই৷

পুলিশ তদন্তের স্বার্থে সিবিআই-কে সহায়তা করবে পুলিশ, তদন্তের স্বার্থে সিবিআই-কে সহায়তা করবে৷ আদালতের নজরদারিতে হবে তদন্ত৷ স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে এলইডি আলো, সিসিটিভি বসাতে হবে, বসাতে হবে৷ সিসিটিভি এবং এলইডি আলোর খরচ বহন করবে রাজ্য সরকার৷ প্রয়োজনে যে কোনও ব্যক্তি, সংস্থা, সরকারি কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, এনজিও-সহ এ বিষয়ে আগ্রহী যে কোনও ব্যক্তির কাছ থেকে তথ্য এবং মতামত নিতে পারবে সিবিআই৷ মামলার সব পক্ষকে আগামী ১৫ দিনের মধ্যে সিবিআইয়ের কাছে সব অভিযোগ জমা দিতে হবে৷ সন্দেশখালি এলাকায় সিবিআইয়ের চালু করা ইমেল আইডির প্রচার করবে উত্তর ২৪ পরগনার জেলাশাসক৷ স্থানীয় ভাষায় সর্বাধিক প্রচারিত দৈনিক কাগজেও ওই বিষয়ে মানুষকে অবহিত করতে হবে৷’ এদিন এই মামলায় ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ‘কোনও সন্দেহ নেই যে ন্যায়বিচারের স্বার্থে সন্দেশখালির ঘটনায় নিরেপক্ষ তদন্ত প্রয়োজন৷ মহিলাদের উপর অত্যাচার, সাধারণ মানুষ, বিশেষ করে তফসিলি জনজাতির জমি কেডে় নেওয়া সহ বিভিন্ন অভিযোগ বিবেচনা করে আদালত সিদ্ধান্ত নিয়েছে যে, সিবিআই সন্দেশখালির মানুষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে৷’

এই মামলার পরবর্তী শুনানি আগামী ২ মে৷ ওইদিনই সন্দেশখালির স্থানীয়দের জমি কেডে় নেওয়ার অভিযোগের উপযুক্ত অনুসন্ধান এবং তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে৷ উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা তথা সন্দেশখালি ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি শেখ শাহজাহানের বাডি়তে তল্লাশি অভিযানে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকরা৷ অভিযানের খবর রটতেই শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হতে হয় ইডি আধিকারিকদের৷ সেই ঘটনার কয়েকদিন পর থেকে সন্দেশখালির বেড়মজুর, পাত্রপাড়া-সহ একাধিক এলাকার মহিলারা রাস্তা নেমে বিক্ষোভ দেখাতে থাকেন৷ সামনে আসে নারী নির্যাতনের একের পর এক ভয়ঙ্কর অভিযোগ, সঙ্গে জমি, সম্পত্তি দখলের কথাও৷ উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি, জারি হয় ১৪৪ ধারা৷ ইডিকে হামলার ৫৫ দিন পর শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ৷ পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালিতে ক্যাম্প করে নারীদের নির্যাতনের অভিযোগ নথিভুক্ত করেন৷ যেগুলো হলফনামা আকারে আদালতে জমা দেন তিনি৷ অভিযোগের ভয়াবহতা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি৷ মামলাকারীদের অন্যতম আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ‘আমরা যে অভিযোগ করছিলাম, ওখান থেকে সব অভিযোগ নিয়ে হলফনামা জমা দিয়েছিলাম৷ অনেক শাহজাহান রয়েছে৷ ১৫০ জনের নাম রয়েছে৷ আমি সেই তালিকা এবার সিবিআই-কে দেব৷ অভিযুক্তদের গ্রেফতার হবে৷ হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশকে স্বাগত৷’


সন্দেশখালি মামলায় আদালত বান্ধব আইনজীবী হিসাবে রয়েছেন জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়৷ জয়ন্তবাবু বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী স্থানীয়দের অভাব অভিযোগগুলি হাইকোর্টের দৃষ্টি গোচরে এনেছি৷’