• facebook
  • twitter
Monday, 16 September, 2024

দ্বিতীয় দফার প্রার্থীতালিকা বামেদের, মুর্শিদাবাদে সিপিএমের প্রার্থী মহম্মদ সেলিম

নিজস্ব প্রতিনিধি— দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল সিপিআইএম৷ দ্বিতীয় তালিকাতেও নতুন মুখ রয়েছে৷ শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএমের প্রার্থীতালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ এদিন চারটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ রানাঘাটে প্রাক্তন সাংসদ অলকেশ দাস, বর্ধমান-দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং

নিজস্ব প্রতিনিধি— দ্বিতীয় দফার প্রার্থীতালিকা ঘোষণা করল সিপিআইএম৷ দ্বিতীয় তালিকাতেও নতুন মুখ রয়েছে৷ শনিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএমের প্রার্থীতালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷ এদিন চারটি আসনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়৷ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ রানাঘাটে প্রাক্তন সাংসদ অলকেশ দাস, বর্ধমান-দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং বোলপুরে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধানকে প্রার্থী করা হয়েছে৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত বামেরা ২১টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে যে মহম্মদ সেলিম প্রার্থী হতে পারেন, তা নিয়ে জল্পনা ছিল৷ সেই জল্পনাই বাস্তবায়িত হতে চলেছে৷

উল্লেখ্য, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মহম্মদ সেলিম৷ সেবারও তিনি পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থীর কাছে৷ এবার সেলিমের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূলের আবু তাহের খান৷ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এখনও জটিলতা কাটেনি৷ ডায়মন্ড হারবারে বামেরা প্রার্থী দেবে কিনা, তা এখনও জানা যায়নি৷ তবে আইএসএফের সঙ্গে আসন সমঝোতা প্রসঙ্গে বিমান বসু বলেন, এখনও পর্যন্ত আইএসএফের সঙ্গে বোঝাপড়া হয়নি৷ তবে ওরা যদি আন্তরিক থাকে, তাহলে আলোচনার দরজা খোলা রয়েছে৷ এদিন যে প্রার্থীতালিকা ঘোষণা হয়েছে, তাতে শুধু সিপিএমের প্রার্থীদের নাম রয়েছে, কোনও শরিক দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি৷

এদিকে, বামেরাও কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে অনেকখানিই এগিয়েছে৷ কংগ্রেস বাংলার আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে৷ কংগ্রেসের সঙ্গে বেশ কয়েকটি আসন নিয়ে বামেদের আলোচনা চলছে৷ সে কারণেই পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা ঘোষণা করা সম্ভব হচ্ছে না৷ সমস্যা তৈরি হয়েছে পুরুলিয়া লোকসভা আসনটিকে কেন্দ্র করে৷ কারণ এই আসনটিতে দীর্ঘদিন ধরে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করে আসছে৷ কিন্ত্ত কংগ্রেস পুরুলিয়া আসনে প্রার্থী করেছে কংগ্রেসের বর্ষীয়ান নেতা নেপাল মাহাতকে৷ ফলে এই নিয়ে নতুন করে জট তৈরি হয়েছে৷ এখন দেখার, ঠিক কবে জটমুক্ত হয়ে কংগ্রেস ও বামেদের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা সামনে আসে৷