নিজস্ব প্রতিনিধি— বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে মেট্রো ট্রেনের সময়সীমা সংক্রান্ত মামলার শুনানি চলে৷ ‘শেষ’ মেট্রোর সময় বাড়ানো নিয়ে কলকাতা মেট্রো রেলকে বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট৷ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়ে রাত্রি ৯.৪৫ মিনিটে৷ তারপর আর আর কোনও মেট্রো না থাকায় কার্যত অসুবিধায় পড়তে হয় নাগরিকদের৷ এই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ৷ শেষ মেট্রোর সময় বাড়ানো হোক৷ এই আবেদন জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন এক ব্যক্তি৷ এদিন সেই মামলাটির শুনানি চলেকলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে৷ হাইকোর্টে মামলাকারীর দাবি, ‘কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত্রি সাডে় দশটা নাগাদ শেষ মেট্রো ছাডে়৷ যার জেরে অনেক যাত্রীর অসুবিধা হয়৷ বিশেষ করে বহু অফিস যাত্রী আছেন যাঁরা অফিসের কাজ শেষ করে রাত্রিবেলা বাডি় ফেরেন৷ এমনকী হাইকোর্টের কর্মীরাও অসুবিধায় পডে়ন৷’ এরপর ডিভিশন বেঞ্চ জানায়, অন্যান্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো পাওয়া যায়৷ বিশাল সংখ্যক মানুষ কলকাতায় কাজ করেন৷ কিন্ত্ত অনেকে এখানে থাকেন না৷ তাঁদের কথা ভেবে শেষ মেট্রোর সময় বাড়ানো যায় কি না তা বিবেচনা করে দেখতে হবে মেট্রো কর্তৃপক্ষকে৷ শেষ মেট্রো বাড়ানো নিয়ে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিলেন জনস্বার্থ মামলাকারীকে চার সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে৷ অন্যান্য শহরের থেকে অনেক আগেই কলকাতা মেট্রোর পরিষেবা বন্ধ হয়ে যায়৷ এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই ব্যক্তি৷ কলকাতায় শেষ মেট্রো ছাড়ার সময়সীমা কি বাড়তে পারে? এই বিষয়ে বিশেষ পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের৷ শেষ মেট্রো ছাড়ার সময়সীমা বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে আদালত সরাসরি হস্তক্ষেপ না করলেও মেট্রো কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে ভাবতে নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর বেঞ্চ৷