• facebook
  • twitter
Friday, 22 November, 2024

নবান্ন অভিযানে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

সোশ্যাল মিডিয়ায় এরকম একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে

নবান্ন। ফাইল চিত্র

শুক্রবার কলকাতা হাইকোর্ট আসন্ন নবান্ন অভিযান নিয়ে কোনও হস্তক্ষেপ করল না। প্রস্তাবিত নবান্ন অভিযানে বিধিনিষেধ আরোপ করার জন্য জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় এই মুহূর্তে কোনও হস্তক্ষেপ করল না বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ও বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। চার সপ্তাহ পর আবার এই মামলার শুনানি হবে। বিধিনিষেধ আরোপ চেয়ে মামলা করেন এক আইনজীবী। আগামী ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের তরফেও এ নিয়ে হাইকোর্টে যায়। রাজ্যের দাবি, ‘সোশ্যাল মিডিয়ায় এরকম একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। অথচ পুলিশের কাছে এরকম কিছু তথ্য নেই। কোনও অনুমতিও নেওয়া হয়নি।’

অন্যদিকে গত বৃহস্পতিবারই আর জি কর সংক্রান্ত মামলা চলাকালীন এই নবান্ন অভিযান নিয়ে সুপ্রিম কোর্টকে এসওপি দেওয়ার কথা বলেন আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, ‘আমরা এ বিষয়ে কেন বলব? আইন তার নিজের মতো চলবে।’ আইন অনুযায়ী, পদক্ষেপের ক্ষেত্রে রাজ্যকে কোনও নিষেধাজ্ঞা দেয়নি আদালত। তবে নির্বিচারে গ্রেফতারও চলবে না। তাও জানিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। উল্লেখ্য, আগামী ২৭ আগস্ট আবার ইউজিসি নেট পরীক্ষা।