• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘উত্তপ্ত’ সন্দেশখালিতে আইনজীবী প্রিয়াঙ্কাকে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

ফের নতুন করে ১৪৪ ধারা মোল্লা জসিমউদ্দিন:  সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চে সন্দেশখালি এলাকায় যাওয়ার ছাড়পত্র বিষয়ক মামলার শুনানি হয়৷ বিজেপি নেত্রী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে৷ এ ব্যাপারে তিনি সেখানে যাওয়ার অনুমতি

ফের নতুন করে ১৪৪ ধারা

মোল্লা জসিমউদ্দিন:  সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার অবকাশকালীন বেঞ্চে সন্দেশখালি এলাকায় যাওয়ার ছাড়পত্র বিষয়ক মামলার শুনানি হয়৷ বিজেপি নেত্রী তথা কলকাতা হাইকোর্টের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালি যাওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন৷ সন্দেশখালির বেশ কয়েকটি জায়গায় ফের নতুন করে ১৪৪ ধারা জারি হয়েছে৷ এ ব্যাপারে তিনি সেখানে যাওয়ার অনুমতি চেয়ে মামলা করেন হাইকোর্টে৷ এদিন সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ সন্দেশখালি যেতে বাধা নেই প্রিয়াঙ্কার৷ গণনা শেষের একদিন পর অর্থাৎ ৫ জুন সেখানে যেতে পারবেন তিনি৷ সোমবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়৷ বিচারপতি বসিরহাট পুলিশসুপারকে নির্দেশ দেন, ‘প্রিয়াঙ্কা সন্দেশখালি যাবেন৷ তাঁর উপর যেন কোনও আঘাতের ঘটনা না ঘটে’৷ এদিন এই মামলার শুনানি পর্বে মামলাকারী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানান, ‘সিবিআই ক্যাম্প করেছে সন্দেশখালিতে৷ তাই আইনজীবী হিসাবে সেখানে সপ্তাহে দু’ তিনদিন যেতে হয় তাঁকে৷ কিন্ত্ত রবিবার থেকে গ্রামবাসী ফোন করছে তাঁকে৷ এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার কারণে তিনি যেতে পারছেন না’৷ তাই প্রিয়াঙ্কার আবেদন, ‘তাঁকে যেতে দেওয়া হোক’৷ একইসঙ্গে তিনি আদালতে আশঙ্কা প্রকাশ করেন, ‘তাঁর আবেদনের পর ১৪৪ ধারা বলবতের সময়সীমা বাডি়য়ে দেওয়া হতে পারে’৷ রাজ্যের তরফে আইনজীবী এদিন বলেন, ‘এই মামলায় বিরোধী দলনেতার যাওয়ার কথাও বলা হয়েছে৷ অথচ এটা কোনও জনস্বার্থ মামলা নয়৷ গণনার দিন কি প্রয়োজন সন্দেশখালি যাওয়ার?’ রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, – ‘আপনি কী আশঙ্কা করছেন? একজন মহিলা একা কী সমস্যা করবেন?’ এরপরই ফল ঘোষণার পরদিন অর্থাৎ ৫ জুন সন্দেশখালি যাওয়ার অনুমতি দেওয়া হয় প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে৷ বেশ কিছু জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন৷ ১৪৪ ধারা জারি করে গ্রামবাসীদের ওপর অত্যাচার চালানো হচ্ছে বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের৷ ঠিক এইরকম পরিস্থিতিতে আদালত সন্দেশখালি যাওয়ার অনুমতি দিক, আদালতে এদিন এমনটাই আর্জি জানিয়েছিলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল৷ আবেদনে টিবরেওয়াল বলেন, ‘গ্রামবাসীদের অভিযোগ শুনতে তিনি সন্দেশখালি যেতে চান’৷ শুনানির পরে বিচারপতি অমৃতা সিনহা জানান, সন্দেশখালি যেতে বাধা নেই প্রিয়াঙ্কা টিবরেওয়ালের৷ গণনা শেষের একদিন পর অর্থাৎ ৫ জুন সেখানে যেতে পারবেন তিনি৷ এসপি বসিরহাটকে এ ব্যাপারে নির্দেশ দেন বিচারপতি৷ সেই যাত্রায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে তার জন্য বিচারপতি নির্দেশ দেন৷ আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, এর আগেও একাধিকবার ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বাধা দেওয়া হয়েছিল সেখানে যেতে৷ পরবর্তীকালে তিনি আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন৷ এবারও তাঁরা আগে থেকেই আদালতের দ্বারস্থ হয়েছেন৷ গত ১ জুন সপ্তম দফার ভোটে বসিরহাট লোকসভার সন্দেশখালির বিভিন্ন এলাকায় গণ্ডগোল হয়৷ পরিস্থিতি সামাল দিতে গেলে বেড়মজুর এলাকায় এক সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশকর্মী আহত হন, তাঁর মাথা ফাটে৷ সেই পরিস্থিতি সামাল দিতে রবিবার থেকেই সন্দেশখালির ১৭টি এলাকায় প্রশাসনের তরফে নতুন করে ১৪৪ ধারা জারি করা হয়৷ এই ঘটনার পর থেকেই যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, পুলিশ তাঁদের বাডি়তে অভিযান চালায়৷ সূত্রে প্রকাশ, বেশ কয়েকজনকে ধরতে পেরেছে পুলিশ৷ বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷ অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনীর রুটমার্চ চলছে এলাকায়৷ এখানেই সন্দেশখালির মহিলাদের অভিযোগ, পুলিশি অভিযানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাডি়তে বাডি়তে ঢুকে পুলিশ খারাপ ব্যবহার করছে৷ এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সন্দেশখালি যেতে চেয়ে হাইকোর্টে গেলেন৷ এর আগেও বিজেপি নেত্রী সন্দেশখালিতে গিয়েছিলেন, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেছিলেন৷ গত ১৭ মে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পান সন্দেশখালির বিজেপি নেত্রী মাম্পি দাস৷ এব্যাপারে বিজেপির এই আইনজীবী বলেন, ‘এটা সন্দেশখালির মহিলাদের জয়, তাঁরা হার মানেননি’৷