সিবিআইকে কেউ মানে না : ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি— ‘ট্রাফিক পুলিশের মতো সিবিআইকেও মানুষ এখন আর মানে না’- বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নে এমনটাই বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম৷ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশ মতো সন্দেশখালির নারী নির্যাতন, জমি দখল, চাষযোগ্য জমিতে ভেড়ি তৈরি সহ একাধিক অভিযোগের তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ তা নিয়ে এদিন প্রশ্ন করা হয়েছিল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে৷ তার প্রেক্ষিতেই রাজ্যের মন্ত্রী বলেন, ‘এখন সিবিআইয়ের আর কোনও অস্তিত্ব নেই৷ কারণ জুজুর ভয় একবার হয়, দু’বার হয়’৷ একই সঙ্গে গেরুয়া শিবিরকে নিশানা করে ফিরহাদ বলেন, ‘বিজেপি এখন যা করে দিয়েছে, তাতে সিবিআইকে কেউ আর মানে না’৷

পাল্টা জবাব দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘রাজ্যের মন্ত্রী হয়ে বলছেন পুলিশ, ট্রাফিক পুলিশকে কেউ মানে না৷ বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে ওঁর৷’ সুকান্তর আরও সংযোজন, ‘যে সমস্ত পুলিশ আধিকারিক নিরপেক্ষ থেকে কাজ করেন মানুষ তাদের মেনে চলে৷ তবে কেউ কেউ আছেন যারা তৃণমূলের দালালি করেন’৷

প্রসঙ্গত, বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানোর অভিযোগে এর আগেও একাধিকবার সরব হয়েছে তৃণমূলসহ দেশের বিরোধী দলগুলি৷ অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে ‘বিজেপির ভাই’ বলেও কটাক্ষ করেন৷ এবার ফিরহাদ হাকিমের গলাতেও শোনা গেল একই সুর৷