• facebook
  • twitter
Friday, 22 November, 2024

অভিযোগ কংগ্রেসের, গার্ডেনরিচের পুনরাবৃত্তি চায় না বর্ধমান

আমিনুর রহমান, বর্ধমান, ২৩ মার্চ– কলকাতার গার্ডেনরিচ এলাকার পর এবার বর্ধমান পৌরসভা এলাকায় নিয়ম বর্হিভূত ভাবে বহুতল গডে় উঠা নিয়ে ক্ষোভ ছডি়য়ে পড়লো৷ প্রভাবশালী ব্যাক্তিদের মদতে কয়েক বছর ধরে গডে় উঠা ওই সব বহুতল চরম বিপদ ডেকে আনতে পারে৷ এমনটাই দাবি সাধারনের৷ এতদিন না হলেও কলকাতার ঘটনার পর জীবন হানির অভিজ্ঞতা নিয়ে সরব সব পক্ষই৷

আমিনুর রহমান, বর্ধমান, ২৩ মার্চ– কলকাতার গার্ডেনরিচ এলাকার পর এবার বর্ধমান পৌরসভা এলাকায় নিয়ম বর্হিভূত ভাবে বহুতল গডে় উঠা নিয়ে ক্ষোভ ছডি়য়ে পড়লো৷ প্রভাবশালী ব্যাক্তিদের মদতে কয়েক বছর ধরে গডে় উঠা ওই সব বহুতল চরম বিপদ ডেকে আনতে পারে৷ এমনটাই দাবি সাধারনের৷ এতদিন না হলেও কলকাতার ঘটনার পর জীবন হানির অভিজ্ঞতা নিয়ে সরব সব পক্ষই৷ তবে প্রধান শাসক বিরোধী দলের পক্ষ থেকে এ ব্যাপারে সরব না হলেও কংগ্রেস নেতা নেত্রীরা একজোট হয়ে এই ঘটনায় ব্যাপক আন্দোলন শুরু করলো৷ এদিন প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্যের নেতৃত্বে বিক্ষোভে সামিল হলেন নেতা নেত্রীরা৷

বর্ধমান শহর ও লাগোয়া এলাকায় বেআইনি নির্মাণ ও পুকুর ভরাট করে বহুতল গডে় তোলার ব্যাবসা অনেক দিনের৷ প্রায় এক দশকের বেশি সময় ধরে এ শহরে বেআইনি বহুতল ও নির্মাণ ঘিরে একাধিক অভিযোগ উঠেছে৷ সবই ধামাচাপা পডে় গেছে৷ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বেআইনি নির্মান এর সংখ্যা বেডে়ছে৷ কিন্ত্ত এই অভিযোগের পাশাপাশি শাসকদলের এক শ্রেনীর নেতা নেত্রীরা বরাবরই এই ঘটনায় সরব হয়েছেন৷ এখনও কয়েকটি নির্মাণ নিয়ে নাম না করে সরব দলের নেতা নেত্রীরা৷ এসবের মধ্যে অবশ্য বেআইনি নির্মাণ বা নিয়ম বর্হিভূত কাজ বন্ধ নেই৷ এনিয়ে শহরের লোকজনও সরব৷ তবে প্রভাবশালী দের প্রভাবে বন্ধ থাকা কাজকর্ম আবার শুরু হয়ে যায়৷ বহুতল এর গোপন ছাড়পত্র দেওয়ার জন্য জমির চরিত্র বদল, পুকুর ভরাটের ভুরি ভুরি অভিযোগ বর্ধমানে৷ সাম্প্রতিক কালে কয়েকটি নির্মাণ ঘিরে নতুন করে প্রশ্ন তুলেছেন শহরের বাসিন্দারা৷ বিশেষ করে গার্ডেনরিচ কান্ডের পর ওই সব নির্মাণ যে ভবিষ্যতে বড়ো ধরনের বিপদ ডেকে আনতে চলেছে সে নিয়ে রাজনৈতিক ভাবে সরব কংগ্রেস৷ এর আগে বেআইনি পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয় সিপিএম তথা বাম নেতৃত্ব৷

গার্ডেনরিচ কান্ডের পর শহরের প্রাণকেন্দ্রে কয়েকটি বহুতল নিয়ে বিতর্ক তুঙ্গে৷ আর এ নিয়ে ভিতরে ভিতরে শাসক তৃণমূল কংগ্রেস-এর নেতা নেত্রীরাও সরব৷ জেলখানা মোড় এলাকায় একটি বহুতল ও মার্কেট কি ভাবে গডে় উঠেছে সে প্রশ্ন সামনে এসেছে৷ আবার সদ্য গডে় উঠতে চলা অনিতা সিনেমা হল কিভাবে বহুতলের অনুমোদন পেল সে প্রশ্নও আছে৷ কারন গলিতে ঢোকার মুখ এতটাই সরু যে সেখানে কোন বড়ো গাডি় যাবে না৷ দমকলের গাডি় বা বড়ো দুর্ঘটনায় কি ভাবে সামাল দেওয়া যাবে৷ বিসি রোডে বহু পুরনো একটি মার্কেট ভেঙে আটতলা বহুতল নির্মাণের কাজ অনেকটাই এগিয়ে গেছে৷ কোন এক প্রভাবশালীর জন্য এই বহুতলের অনুমোদন মিলেছে বলে দাবি বিরোধীদের৷

এছাড়াও রাধানগরপাড়া, খোসবাগান, বহিলাপাড়া, ইছলাবাদ, বড়বাজার, নীলপুরের একাধিক ঘিঞ্জি এলাকায় একের পর এক বহুতল গডে় তোলা হয়েছে বলে অভিযোগ৷ বেশিরভাগ ভাগ ক্ষেত্রে নূ্যনতম জায়গা ছাড় না দিয়ে বহুতল বা ফ্লাট নির্মাণ নিয়ে অভিযোগ ভুরি ভুরি৷ সবচেয়ে মারাত্মক অভিযোগ এ গুলোর মধ্যে কয়েকটির ক্ষেত্রে সরকারি নিয়ম মানা হয়নি বলে অভিযোগ৷ এমনকি সূত্রের খবর পৌরসভার অডিটের সময় এ নিয়ে প্রশ্ন রয়েই গেছে৷ শহরে গডে় উঠা বহুতলের উচ্চতা নিয়ে পৌরসভার ছাড়পত্র দেওয়া হয়নি, এ অভিযোগও আছে৷ এবারের পৌরসভা নির্বাচনের আগে বোর্ড চালায় প্রশাসক৷ আর তখনই উঠে আসে নির্বাচিত সদস্যদের আমলে কি ভাবে অনিয়ম ঘটেছে৷ তবে পার্কিং না থাকা, জায়গার ছাড় না দেওয়া, নিয়ম না মেনে ফ্লোর গডে় তোলা নিয়ে পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সতর্ক থাকবেন বলে জানিয়েছেন৷ যদিও সাম্প্রতিক সময়ে কয়েকটি ওয়ার্ডে পুকুর ভরাটের ঘটনায় চেয়ারম্যান সরেজমিন গিয়ে বন্ধ করেছেন৷ অন্যদিকে এক প্রভাবশালী নেতার জন্যই একাধিক বেআইনী কাজ হয়েছে বলে দাবি শাসকদলের বেশিরভাগ নেতার৷ একই সঙ্গে কংগ্রেস নেতারা পুকুর ভরাটের ও বেআইনি বহুতল গডে় তোলার বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করা হলো৷ প্রদেশ কংগ্রেস এর সাধারণ সম্পাদক তথা এআইসিসির সদস্য অভিজিৎ ভট্টাচার্য, যুব নেতা গৌরব সমাদ্দার বলেন আমরা এর শেষ দেখতে চাই৷ এদিনই তারা দিনের পর দিন গডে় উঠা বেআইনি বহুতল নিয়ে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দেয়৷ বেআইনিভাবে গডে় উঠা বহুতলের তালিকা প্রকাশ করেছে তারা৷ আগামী দিনে আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা৷