• facebook
  • twitter
Monday, 25 November, 2024

দুর্গাপুরে তৃণমূল কার্যালয়ে চলল বুলডোজার

নোটিশ দিয়ে সরকারি জমিতে দখলদার উচ্ছেদ আড্ডা সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস ২ নম্বর ব্লক কার্যালয়ে চললো বুলডোজার। মঙ্গলবার এই কার্যালয় আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ভেঙে দেয়। ২০১১ সালের আগে দূর্গাপুরে সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিলো শাসক দল তৃনমুল কংগ্রেসের এই কার্যালয়।

symbolic-images

নোটিশ দিয়ে সরকারি জমিতে দখলদার উচ্ছেদ আড্ডা

সীতারাম মুখোপাধ্যায়, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে পুরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস ২ নম্বর ব্লক কার্যালয়ে চললো বুলডোজার। মঙ্গলবার এই কার্যালয় আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ভেঙে দেয়। ২০১১ সালের আগে দূর্গাপুরে সরকারি জমির উপর অবৈধভাবে গড়ে উঠেছিলো শাসক দল তৃনমুল কংগ্রেসের এই কার্যালয়। আর সেই কার্যালয়ে দিন কয়েক আগেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে নোটিশ দেওয়া হয়। এরপর তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা নিজেরাই কার্যালয় থেকে জিনিসপত্র সরিয়ে নিয়ে যান। শেষ পর্যন্ত এদিন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের বুলডোজার চলল তৃণমূল কার্যালয়ে।

এই প্রসঙ্গে ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, নোটিশ পাওয়ার পরে আমরা নিজেরাই টিনের সেট খুলে দিয়েছিলাম। ভেতরের আসবাবপত্রও সরিয়ে ফেলেছিলাম । লোকসভা নির্বাচন সহ একাধিক নির্বাচন এই কার্যালয় থেকে পরিচালনা করা হয়েছিলো। তবে চোখে কালো কাপড় বেঁধে যাতে সমস্ত অবৈধ নির্মাণ ভাঙ্গা হয় ও সব সরকারি জমি থেকে বেআইনি দখলদার উচ্ছেদ করা হোক বলে জানিয়েছেন তিনি। আমরা চাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ সঠিক ভাবে পালন করা হোক।