বাজেটে লাভ কৃষিক্ষেত্রে, মত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের

নিজস্ব প্রতিনিধি- মঙ্গলবার প্রকাশিত হল তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেট। এদিন দেশের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামান। এবারের বাজেটে বিশেষ চমক হিসেবে ঘোষণা করা হয়েছে, ‘পূর্বোদয় পরিকল্পনা’র। যার মাধ্যমে উপকৃত হবে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলি। পাশাপাশি অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত বিশেষ করিডরের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের তরফ থেকে এদিন আয়োজন করা হয়েছিল বাজেট পর্যালোচনার। যেখানে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ব্রিজভূষণ আগরওয়াল, আইসিসি ট্যাক্সেশন কমিটির চেয়ারম্যান পল্লভ গুপ্ত, গ্রান্ট থনর্টন ইন্ডিয়ার ইস্টার্ন রিজিয়নের প্র্যাকটিস হেড আশিষ ছাউছরিয়াসহ প্রমুখরা।

মূলত, চলতি অর্থবর্ষের বাজেট নিয়ে পর্যালোচনা করেন তাঁরা। প্রথমত এই বাজেটকে ভারসাম্য বাজেট বলেই মত প্রকাশ করেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট ব্রিজভূষণ আগরওয়াল। তাঁর কথায়, নতুন এই বাজেটে নজর দেওয়া হয়েছে ভারতের কৃষি খাতের উপর। একই সঙ্গে তিনি আরও বলেন, “কেন্দ্র সরকার কৃষি ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে এবং কৃষকদের আয়ের দিকে নজর দিয়েছে”। বর্তমানে আমাদের দেশের মোট জনসংখ্যার মধ্যে প্রায় ৭৫ কোটি মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাই নতুন বাজেটে তাদের লাভ হবে বলেই আশাবাদী ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স। অন্যদিকে তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে যুব সমাজের কাজের সুযোগ বাড়বে বলেই মত প্রকাশ করছে ইন্সিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি)।তা ছাড়া, মহিলাদের ক্ষমতা বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণসহ ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সার্বিক উন্নতি হবে বলেই মনে করছেন তাঁরা।