• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে রাস্তা অবরোধ

রাতের অন্ধকারে পুড়ল বাড়ি নিজস্ব প্রতিনিধি— রাজনৈতিক দিক থেকে উত্তেজনাপূর্ণ বীরভূম জেলায় সোমবার ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট গ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে৷ কিন্ত্ত এবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বোলপুর শহরে৷ পৌর শহর বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের জিলিপি তলায় বিজেপি কর্মী শম্ভু বাউড়ির বাড়ির একটি চালায় মঙ্গলবার ১৪ মে

রাতের অন্ধকারে পুড়ল বাড়ি

নিজস্ব প্রতিনিধি— রাজনৈতিক দিক থেকে উত্তেজনাপূর্ণ বীরভূম জেলায় সোমবার ১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট গ্রহণ মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে৷ কিন্ত্ত এবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বোলপুর শহরে৷

পৌর শহর বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের জিলিপি তলায় বিজেপি কর্মী শম্ভু বাউড়ির বাড়ির একটি চালায় মঙ্গলবার ১৪ মে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়৷ ওই এলাকারই অপর বিজেপি কর্মী প্রীতম ভৌমিকের বাড়ির সামনের বিদু্যতের খুঁটিতে কঙ্কালের ছবি দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা হয়েছে বলে বলা হয়েছে৷ কঙ্কালের ছবি দিয়ে ‘এক অর্থে তাঁকে প্রাণে মারার’ হুমকি দেওয়া হয়েছে বলে ওই বিজেপি কর্মী আশঙ্কা প্রকাশ করেছেন৷ আর এই ঘটনাকে শাসক তৃণমূল কংগ্রেসের ভোট পরবর্তী সন্ত্রাস সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করে বুধবার ১৫ মে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহা দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে বোলপুর চৌ-রাস্তায় অবরোধ শুরু করলে চরম উত্তেজনা দেখা দেয়৷ তিনি অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতারের দাবি জানান৷ পুলিশ সমগ্র বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়৷ তবে, পিয়া সাহা জানিয়েছেন, পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন৷ বিজেপির পক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বোলপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের শেখ ওমরের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে৷ যদিও শেখ ওমর সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই ধরনের ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই৷ তাঁরা পরস্পর এলাকায় একে অপরের সহযোগী হিসেবেই বসবাস করেন৷