ঝাড়খণ্ডে প্রকাশিত বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা, হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রার্থী গামলিয়েল হেমব্রম

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দ্বিতীয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বিতীয় তালিকায় বারহেত ও টুন্দি এই দুটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এই তালিকা নিয়ে বিজেপি রাজ্যের সবকটি আসনেই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিল। সোমবার প্রকাশিত তালিকায় যে দুইজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন বারহেতের গামলিয়েল হেমব্রম এবং টুন্দির বিকাশ কুমার মাহাতো।  বিজেপি ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে মোট ৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম তালিকায় ৬৬ জনের নাম ঘোষণা করেছিল দল।  

 
মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে বারহেত আসন থেকে গামলিয়েল হেমব্রমকে বিজেপি তার মনোনীত প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। হেমব্রম ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে এজেএসইউ পার্টির টিকিটে বারহেত থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ২, ৫৭৩ ভোট পেয়েছিলেন। টুন্ডি আসন থেকে বিকাশ কুমার মাহাতোকে প্রার্থী করার কথা ঘোষণা করেছে বিজেপি।
 
সানথলের বারহেত আসন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশ কিছুদিন অপেক্ষার পর অবশেষে হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রার্থী মনোনীত করল বিজেপি। বারহেত থেকে গামলিয়েল হেমব্রমকে প্রার্থী করল বিজেপি। হেমন্ত সোরেন সাহেবগঞ্জ জেলার বারহেত আসনের বর্তমান বিধায়ক। তিনি ২০১৯ সালে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সাইমন মাল্টোর চেয়ে ২৫ হাজার ৭৪০ ভোটের ব্যবধানে জেএমএম-এর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি জিতেছিলেন।২০১৯ সালের ডিসেম্বরের বিধানসভা নির্বাচনে হেমন্ত সোরেন দুমকা এবং বারহেত উভয় আসনেই জিতেছিলেন। যদিও তিনি বারহেতকেই বেছে নিয়েছিলেন।
 
বিজেপি ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৬৮টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকি আসনগুলি তাদের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে। জেএমএম ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। ২০১৯-এর নির্বাচনে জেএমএম ৪৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩০টি জিতে নেয়।
মোট ৮১ আসনের বিধানসভা নির্বাচন দুটি ধাপে ১৩ এবং ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। গণনা হবে ২৩ নভেম্বর। ইন্ডিয়া জোটের অংশীদাররা আসন্ন বিধানসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। কংগ্রেস এবং জেএমএম ৮১টির মধ্যে ৭০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আরজেডি ও বাম দল। বিরোধী শিবিরে, বিজেপি ৬৮টি আসনে, এজেএসইউ দল ১০টি, জেডিইউ ২টি এবং এলজেপি একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
 
২০১৯ সালে, জেএমএম-নেতৃত্বাধীন জোট ৪৭টি আসন জিতেছিল। বিজেপির কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল। বিজেপি ২৫টি আসন পেয়েছিল। জেভিএম-পি তিনটি, এজেএসইউ দল ২টি এবং সিপিআই (এমএল) এবং এনসিপি একটি করে আসন পেয়েছিল। ২টি আসনে নির্দল জয়ী হয়েছিল।
ঝাড়খণ্ডে মোট ২.৬০ কোটি ভোটার, যার মধ্যে ১১.৮৪ লক্ষ প্রথমবার ভোট দেবেন।বিশেষভাবে সক্ষম ভোটারের সংখ্যা ১.১৩ লক্ষ। এছাড়াও তৃতীয় লিঙ্গ এবং ৮৫ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক রয়েছেন, যাঁরা আসন্ন নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।