বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ পূর্ব ঘোষিতই ছিল৷ আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে ওই সমাবেশ ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছে৷ সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বক্তব্য রাখার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও৷ এই সমাবেশে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার তৃণমূল নেতা, কর্মীদের যোগ দেওয়ার কথা৷
তৃণমূলের ঘোষিত সমাবেশ থাকা সত্ত্বেও বুধবারই ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বিজেপি৷ ফলে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ এবং বিজেপির বনধকে কেন্দ্র করে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হল৷ নবান্ন অভিযানের পর যা পুলিশ, প্রশাসনের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল৷
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বনধ হবে৷ বনধ সর্বাত্মক করার জন্য সাধারণ মানুষের কাছেও আবেদন জানানো হয়েছে৷
যদিও বুধবার বিজেপির ডাকা বনধ ব্যর্থ হবে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ বিজেপি বাংলায় অরাজকতা তৈরির চক্রান্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি৷ এই পরিস্থিতিতে বুধবার নতুন করে উত্তেজনা ছড়ায় কি না, সেটাই দেখার৷