• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘যোগ্য’ চাকরিহারাদের পাশে থাকবে বিজেপি : মোদি

নিজস্ব প্রতিনিধি— এবার ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বর্ধমানের জনসভা থেকে শুক্রবার প্রধানমন্ত্রী ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সহায়তার আশ্বাস দিলেন৷ উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি’র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে পুরো প্যানেল বাতিল

নিজস্ব প্রতিনিধি— এবার ‘যোগ্য’ চাকরিহারাদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বর্ধমানের জনসভা থেকে শুক্রবার প্রধানমন্ত্রী ‘যোগ্য’ চাকরিহারাদের আইনি সহায়তার আশ্বাস দিলেন৷ উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট৷ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের এসএসসি’র সমস্ত নিয়োগ অবৈধ বলে জানিয়ে পুরো প্যানেল বাতিল করে দেয়৷ এই নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো সরগরম৷ চাকরিহারানোদের পাশে দাঁড়ানোর আশ্বাস আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়৷ কারণ, যোগ্য-অযোগ্য সবার পাশেই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এই অভিযোগ উঠতে শুরু করে৷ কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন, ‘মুড়ি আর মুড়কি এক নয়৷ যাঁরা যোগ্য, তাঁদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেবে বিজেপি৷’ এবার সেই একই মন্তব্য শোনা গেল প্রধানমন্ত্রীর কাছ থেকে৷ বর্ধমানের জনসভায় প্রধানমন্ত্রী সাফ জানান, ‘চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, তাতে যে যোগ্যরা চাকরি হারিয়েছে তাঁরা কী সমস্যায় আছেন তা বুঝতে পারছি৷ এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোকও আছে৷ যাঁরা সত্যি শিক্ষকের এই চাকরির অধিকারী৷ বাকিদের পাপের কারণে নির্দোষরাও সমস্যায় পডে়ছেন৷ চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গডে় তাঁদের আইনি সহায়তা দেবে বঙ্গ বিজেপি৷ তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও৷ তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা৷ যাঁরা সৎ, যাঁদের ডিগ্রি ঠিক আছে, তাঁদের সহায়তা দেবে বিজেপি৷ ন্যায় বিচারের জন্য তাঁদের পাশে থাকবে বিজেপি৷’ এখানেই থেমে না থেকে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পের টাকা নিয়ে তোলাবাজি চালাচ্ছে তৃণমূল৷ তৃণমূলের তোলাবাজরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত৷ শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ যুবককে প্রতারিত করেছে৷ টাকা গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে গিয়েছে৷’

শুরু করলেন গোদা বাংলায় ‘ভালোবাসা’ দিয়ে আর শেষ করলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে৷ শুক্রবার সাত সকালে বর্ধমান শহরের অদূরে ঝিঙ্গুটির মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী জনসভা হবার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে মঞ্চে আসেন৷ আর এসেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বাংলায় দু চারটি শব্দ বলে শুভেচ্ছা বিনিময় করেন৷ শুরুতেই নিজের মোদি নাম নিয়ে একের পর এক বিকাশের কথা তুলে ধরেন৷ পরে সুর বদল করে একদিকে কংগ্রেস, অন্যদিকে তৃণমূল ও বামেদের বিরুদ্ধে তোপ দাগেন৷ শেষ পর্যায়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে বিজেপির দুই প্রার্থীকে ভোটে জেতানোর আবেদন রাখেন প্রধানমন্ত্রী৷
শুক্রবার একেবারে সকাল থেকেই ঝিঙ্গুটির সাই কমপ্লেক্স মাঠে জমায়েত শুরু হয় বিজেপি কর্মী সমর্থকদের৷ পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থক ও নেতা নেত্রীরা হাজির ছিলেন সভায়৷ ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ প্রথম সারির নেতৃবৃন্দ৷ ছিলেন বর্ধমান পূর্ব আসনের প্রার্থী অসীম সরকার ও বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ৷ শুরুতেই মহিলাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন মেয়েরা ঘরের কাজকর্ম ছেডে় ব্যাপক সংখ্যায় আসার জন্য কৃতজ্ঞতা জানাই৷ এর মাধ্যমে আমার পরিবার দর্শন হলো৷ বলেন দেশের লোকই ঈশ্বর রূপি জনতা৷ তাদের আর্শিবাদ আমাদের সঙ্গে আছে৷ আর প্রতিবছরই বাড়ছে সমর্থন৷ প্রধানমন্ত্রী উপস্থিত সকলের প্রতি হাত নেডে় বলেন আমি নিজের জন্য বাঁচতে চাই না৷ আমার আগে পিছু কিছু নেই৷