কলকাতায় মোদিকে এনে রোড-শো করাতে চাইছে বিজেপি

নিজস্ব প্রতিনিধি– কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এনে রোড-শো করাতে চায় বিজেপি৷ কিন্ত্ত কোন পথ ধরে মোদি শহরে পরিক্রমা করবেন, তা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে তৈরি হয়েছে একাধিক মত৷ যদিও শেষ পর্যন্ত মোদী কোন পথে যাবেন, তা নির্ভর করবে এসপিজি-র ছাড়পত্রের উপরে৷ আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় যে আসনগুলির উপরে বিজেপির বাড়তি নজর আছে, তার মধ্যে অন্যতম উত্তর কলকাতা৷ তাই নির্বাচনের শেষ পর্বে এই কেন্দ্রে প্রধানমন্ত্রীকে এনে রোড-শো করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত রোড-শো করতে পারেন মোদি৷ কিন্ত্ত বিজেপি সূত্রে খবর, সেই পথে বদল আসতে পারে৷ দলের একাংশ চাইছে, সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবর হোক এই রোড-শো৷ অন্য অংশের মতে, গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বিজেপির সব চেয়ে খারাপ ফল হয়েছিল এন্টালি এবং বেলেঘাটা কেন্দ্রে৷ জনবিন্যাস অনুযায়ী ওই দু’টি কেন্দ্রেই সংখ্যালঘু ভোটারের সংখ্যা বেশি৷ তাই ওই এলাকায় মোদী প্রচারে গেলে বিশেষ বার্তা দেওয়া যাবে৷ এই দুই মত ছাড়াও আরও একটি মত রয়েছে৷ এই তৃতীয় পক্ষের মতে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে নির্মল চন্দ্র স্ট্রিট, কলেজ স্ট্রিট, বিধান সরণি হয়ে শ্যামবাজারের দিকে রোড-শো এগিয়ে যাক৷ কিন্ত্ত শেষ পর্যন্ত মোদি কোন পথে রোড-শো করবেন, সেটা নির্ভর করবে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা বিভাগের সবুজ সঙ্কেতের উপরে৷ রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এই নিয়ে বিজেপির মধ্যে কোনও দ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই৷ নরেন্দ্র মোদি সর্বস্পর্শী, সর্বব্যাপী৷ এই নির্বাচনে তিনিই প্রাসঙ্গিক৷ তিনি ওই কেন্দ্রের প্রচারে রোড-শো করবেন, এটাই সত্য!”