• facebook
  • twitter
Monday, 16 September, 2024

মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিধানসভায় ধর্নায় বিজেপি

কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের তীব্র নিন্দায় শুভেন্দু

আর জি কর কান্ডে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে এবার ধর্নায় বসলেন রাজ্যের বিজেপি বিধায়করা৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার সামনে ধর্নায় বসেন তাঁরা৷ রাজ্যের এই পরিস্থিতিতে কন্যাশ্রী দিবস পালন করা নিয়েও বুধবার মমতাকে আক্রমণ করেন শুভেন্দু৷

শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার চাইছে না সত্যিটা সামনে আসুক৷ মূল অভিযুক্তদের আড়াল করতেই কলকাতা পুলিশ সবটা ধামাচাপা দিচ্ছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশেই পুলিশ এই কাজ করছে৷ এটিকে “সংঘটিত খুন এবং গণধর্ষণ” বলে অভিহিত করেন রাজ্যের বিরোধী দলনেতা৷ তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানিয়ে ধর্নায় বসেন রাজ্য বিজেপির বিধায়করা৷

এদিন ধনধান্য অডিটোরিয়ামে রাজ্য সরকারের কন্যাশ্রী দিবসের অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন শুভেন্দু অধিকারী৷ তিনি বলেন, “রাজ্য সরকারের টাকায় তিন হাজার প্যাকেট চিকেন বিরিয়ানি খাওয়ানো হবে আজকের উৎসবে৷ মেনু ঠিক করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী৷ ভাবুন, কোন রাজ্যে আমরা বাস করছি৷ একদিকে ডাক্তার থেকে সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, অন্যদিকে উৎসব হচ্ছে৷ এ লজ্জা রাখার জায়গা নেই৷ উনি ইচ্ছা করলে কি এই উৎসব বন্ধ করতে পারতেন না?”

উল্লেখ্য, আগামী সপ্তাহে বিজেপি নবান্ন অভিযানে যেতে চলেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নামবে বিজেপি৷ স্বাস্থ্যভবন অভিযানও হবে বলে জানান শুভেন্দু৷