শেষ মুহূর্তের ভােট প্রস্তুতি তুঙ্গে- বিহার ভােটকে পাখির চোখ ধরে নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচারে যাতে কোনওধরনের খামতি না থাকে সেদিকে নজর দিয়েছেন। ক্ষমতায় এলে বিহারের সমস্ত নাগরিককে বিনামূল্যে করােনা টিকা দেওয়া হবে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহারে এমনটাই উল্লেখ করা হল।
আজ দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি। নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, এনডিএ জোট ক্ষমতায় এলে রাজ্যের ১৯ লাখ যুবক ও যুবতীকে চাকরি দেওয়া হবে। শুধু তাই নয়, নাগরিকদের প্রত্যেককে বিনামূল্যে করােনা টিকা দেওয়া হবে- তারপরই বিতর্ক শুরু হয়েছে।
বিহারে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, ‘কোভিড ১৯ টিকার বন্টন প্রক্রিয়া শুরু হয়ে গেলে বিহারের প্রত্যেক জনগণ তা বিনামূল্যে তা পাবেন -বিজেপির নির্বাচনী ইস্তেহারের ফার্স্ট প্রতিশ্রুতি।’
বিশ্বের প্রতিটি কোণায় করােনা ভাইরাস টিকা তৈরির জন্য গবেষণা ও প্রক্রিয়া চলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনও টিকা তৈরি হয়নি। ভারতও করােনা টিকা আবিষ্কারের লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতির মধ্যে নির্বাচনী ইস্তেহারে করােনা টিকাকে হাতিয়ার করা নিয়ে বিরােধীদলগুলি সমালােচনায় মুখর হয়েছে।
আপ নেতা কেজরিওয়াল টুইট করে লেখেন, ‘অ-বিজেপি রাজ্যগুলাের বরাতে কি টিকা জুটবে না? যারা বিজেপিকে ভােট দেবেন না, তারা কি টিকা পাবেন না?’
কংগ্রেস নেতা জয়বীর শেরগিল বলেন, ‘ভারতীয় জনতা পার্টি বিশ্বের মধ্যে একমাত্র দল, যারা কোভিড টিকাকে রাজনীতির প্রচারে লাগিয়ে জিততে চাইছে। সামাজিক স্বার্থকে ক্ষুন্ন করে রাজনীতি করে বিজেপি সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে।’
ন্যাশানাস কনফারেন্স নেতা ওমর আবদুল্লা টুইট করে লেখেন, ‘বিজেপি কি পার্টি ফান্ড থেকে টিকার জন্য ব্যয় করছে। যদি সরকারের কোষাগার থেকে টিকা বাবদ ব্যয় করা হয়, তাহলে শুধু বিহারে কেন অন্য রাজ্যগুলােকেও বিনামূল্যে টিকা দিতে হবে। কোভিড টিকাকে ভােটে কাজে লাগিয়ে জিততে চাইছে বিজেপি।’
দলের আইটি সেলের তরফে পরিস্থিতি সামাল দিয়ে জানানাে হয়, বিজেপি’র ইস্তেহারে বিনামূল্যে করােনা টিকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কেন্দ্র খুব অল্প মূল্যে রাজ্যগুলােকে টিকা দেবে– ওই টিকা মানুষকে বিনামূল্যে দেওয়া হবে কিনা সে ব্যাপারে রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নেবে। বিহার বিজেপি বলেছে, ‘তারা রাজ্যবাসীকে বিনামূল্যে করােনা টিকা দেবে।’