নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচন আবহে অতি সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি গুলি৷ অভিযোগ তৃণমূল কংগ্রেসের৷ সিবিআই, ইডির মতো এবার জাতীয় নিরাপত্তা সংস্থাকে কাজে লাগিয়ে ভোটের আগে তৃণমূল নেতাদের গ্রেফতার করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ কুণালের দাবি, “তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে সেই তালিকা বিজেপির তরফে তুলে দেওয়া হয়েছে এনআইএ-র এক আধিকারিকের হাতে৷ এ ব্যাপারে নিজাম প্যালেসে গিয়েও বৈঠক করেছেন বিজেপির আর এক রাজ্য নেতা৷ “টুইটে এই দাবির পাশাপাশি কুণাল গোটা ঘটনার তদন্তেরও দাবি জানিয়েছেন এনআইএ-র কাছে৷ তৃণমূলের মুখপাত্র বলেন, ” আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে৷
শনিবার পূর্ব মেদিনীপুর-সহ কয়েকটি জায়গায় ফের তৃণমূলের কয়েকজন নেতাকে গ্রেফতার করতে অভিযানে যাবে এনআইএ৷ “টুইটে কুণাল এনআইএ-র এসপি পদ মর্য়াদার এক আধিকারিকের নাম উল্লেখ করে লিখেছেন, তৃণমূলের কোন কোন নেতাকে গ্রেফতার করতে হবে, তা নিয়ে সম্প্রতি ওই এনআইএ আধিকারিকের বাডি়তে বৈঠক করেছেন বিজেপির লোকসভার দুই প্রার্থী৷ এ ব্যাপারে বিজেপির আর এক রাজ্য নেতা সম্প্রতি নিজাম প্যালেসে গিয়ে গ্রেফতারির ব্লু প্রিন্টও তৈরি করে এসেছেন বলে দাবি কুণালের৷
এনআইএর কাছে পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়ে কুণাল বলেন, ‘মারাত্মক অপরাধ! এনআইএ কে বলব- বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন৷’ কুণালের অভিযোগ উডি়য়ে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, ‘কুণালবাবু বাজার গরম করার জন্য এসব কথা বলছেন৷ এনআইএ সুনির্দিষ্ট তথ্য ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয় না৷’ এখন দেখার এনআইএর তৎপরতা নিয়ে৷ তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘এনআইএ তদন্ত চালাচ্ছে আদালতের নির্দেশ অনুযায়ী’৷