• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ভোট শেষে ‘এক্সিট পোল’-এ বিজেপি ৩০৩-এর বেশি, ঘোষণা প্রশান্ত কিশোরের

দিল্লি, ১ জুন– এবারের লোকসভা নির্বাচনের কে কত ভোট পেতে পারে তা আগেও জানিয়েছিলেন ভোটকুশলি প্রশান্ত কিশোর৷ তবে এবার শেষ দফা ভোট চলাকালীনই নিজস্ব ‘এক্সিট পোল’ ঘোষণা করে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ পিকের ঘোষণা অনুসারে ফের চমক দেখাতে চলেছে বিজেপি৷ পিকের দাবি, ২০১৯ সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, চব্বিশেও সেই আসন নিয়ে ফিরবে

দিল্লি, ১ জুন– এবারের লোকসভা নির্বাচনের কে কত ভোট পেতে পারে তা আগেও জানিয়েছিলেন ভোটকুশলি প্রশান্ত কিশোর৷ তবে এবার শেষ দফা ভোট চলাকালীনই নিজস্ব ‘এক্সিট পোল’ ঘোষণা করে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ পিকের ঘোষণা অনুসারে ফের চমক দেখাতে চলেছে বিজেপি৷ পিকের দাবি, ২০১৯ সালে বিজেপি যে আসন নিয়ে ক্ষমতায় এসেছিল, চব্বিশেও সেই আসন নিয়ে ফিরবে বিজেপি৷ আসন সংখ্যা বাড়লেও কমবে না বলেই জানান তিনি৷

শনিবার এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, উনিশের মতো এবারেও অন্তত ৩০৩ আসন পাবে গেরুয়া শিবির৷ কিছু বেশিও হতে পারে৷ “আমার হিসাব অনুযায়ী বিজেপি আগেরবারের সমান আসন পেয়েই ক্ষমতায় ফিরছে৷ হয়তো সামান্য বেশি কিছু আসন পেতে পারে৷ পশ্চিম বা উত্তর ভারতে বিজেপির আসন সংখ্যায় খুব বেশি হেরফের হবে বলে মনে হয় না৷ তাছাড়া পূর্ব এবং দক্ষিণ ভারতে এবার গেরুয়া শিবির বাড়তি সমর্থন পাচ্ছে৷” পিকের দাবি, তেলেঙ্গানা, অন্ধ্র, কেরল এবং তামিলনাড়ুতে বিজেপি নিজেদের উপস্থিতি এবার প্রবলভাবে জানান দিচ্ছে৷

দিন কয়েক আগেই নিজের বলা কথা থেকে ঘুরে গেলেন প্রশান্ত কিশোর৷ কারণ এর আগে তিনি বলেছিলেন, এক দশকে প্রথমবার বড়সড় চ্যালেঞ্জের মুখে ‘ব্র্যান্ড মোদি’৷ স্রেফ প্রধানমন্ত্রীর মুখ দেখে আর ভোট দিচ্ছেন না সাধারণ মানুষ৷ বরং সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ রয়েছে৷ যদিও একই সঙ্গে তিনি বলছেন, এত কিছুর পরও ২০২৪-এ মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় নেই৷ ৪০০ আসনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও শ’তিনেক আসন বিজেপি ঠিকই পাবে৷ তবে ভোট শেষ হওয়ার আগেই তাঁর সেই ভবিষ্যদ্বাণী নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে রাজনীতিতে৷ রাজনীতিবিদদের প্রশ্ন, পিকে জনমত প্রভাবিত করার চেষ্টাতেই ভোট চলাকালীন সওয়াল করলেন বিজেপির পক্ষে?

তবে রাজনীতিবিদদের এই জল্পনায় পিকের জবাব, স্রেফ হাওয়া তোলার জন্য নয়, তিনি আগে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন, সেটাতেই এখনও অনড়৷