নবীনের উত্তরসূরির খোঁজে বিজেপি

ভুবনেশ্বর, ৫ জুন – দীর্ঘ ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নবীন পট্টনায়েক৷ বিধানসভা নির্বাচনে বিজু জনতা দলের পরাজয় হয়েছে৷ তাই মঙ্গলবার নির্বাচনের ফল প্রকাশের পর রীতি মেনে বুধবারই ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের হাতে পদত্যাগপত্র তুলে দেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক৷

টানা পাঁচবার ওড়িশার মুখ্যমন্ত্রীর কুর্সিতে আসীন ছিলেন নবীন পট্টনায়েক৷ ফের ক্ষমতায় আসলে নবীন পট্টনায়েক দেশের সবচেয়ে বেশিদিন ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড ভাঙতেন তিনি ৷ আপাতত সেই স্থান পবন চামলিংয়ের দখলে৷ পবন মুখ্যমন্ত্রীর পদে ছিলেন ২৪ বছর ১৬৫ দিন৷ আর নবীন ওই পদে ছিলেন ২৪ বছর ৮৮ দিন৷ ফলে রেকর্ড আর ভাঙা হল না তাঁর৷ বুধবার সকাল সাডে় ১১টায় নিজের বাসভবন থেকে বেরিয়ে রাজভবনে যান নবীন পট্টনায়েক৷ এরপর রাজ্যপালের হাতে তাঁর পদত্যাগপত্র তুলে দেন৷

১৯৯৮ সাল থেকে নবীনের শাসনকালের শুরু৷ ওড়িশার আগের মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়েকের পর ওড়িশার রাজনীতিতে প্রবেশ ঘটে নবীন পট্টনায়েকের৷ বিজেডি দলের নামকরণও হয়েছে তাঁর বাবার নামেই৷ ১৯৯৭ সালে লোকসভা উপনির্বাচনে জয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক জীবনের শুরু নবীনের৷ আস্কায় বাবার আসনে দাঁড়ান তিনি৷ এরপর ২০০০ সালে ওড়িশায় বিধানসভা নির্বাচনে সাফল্য পায় বিজেডি৷ বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করে৷ এই সরকারে মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব গ্রহণের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন নবীন৷ তারপর থেকে তিনিই দেশে সবথেকে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর থাকার নিরিখে দ্বিতীয় স্থানে ছিলেন৷ দীর্ঘ ২৪ বছরের রাজত্বে নবীন পট্টনায়েক ওড়িশাকে দেশের অন্যতম সেরা রাজ্যে পরিণত করেছেন৷ কিন্ত্ত বিজেপির কাছে হারের ফলে মঙ্গলবার সেই শাসনের অবসান ঘটল৷


নবীনের ইস্তফার পর থেকেই জল্পনা শুরু হয়েছে ভুবনেশ্বরের মসনদে এবার কে বসবেন তা নিয়ে৷  বিজেপি শিবিরে শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম৷ তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আদিবাসী মুখ জুয়াল ওরাম, বিজেপির মুখপাত্র তথা সদ্য নির্বাচিত সাংসদ সম্বিত পাত্র, দলের জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম৷ তবে এদের মধ্যে লড়াইয়ে কিছুটা এগিয়ে জয় পাণ্ডা এবং ধর্মেন্দ্র৷ শোনা যাচ্ছে অচেনা কোনও মুখও বাছাই করা হতে পারে৷ যদিও সবটাই এখনও জল্পনার স্তরে৷

দেশের লোকসভা নির্বাচনের পাশাপাশি চারটি রাজ্যে বিধানসভা নির্বাচনও হয়৷ ৪ জুন, মঙ্গলবার লোকসভার পাশাপাশি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলও বেরোয়৷ ওড়িশা বিধানসভায় মোট আসন সংখ্যা ১৪৭টি৷ এর মধ্যে বিজেপি ৭৮ টি আসনে জয়ী হয়েছে৷ অন্যদিকে, বিজেডি জিতেছে ৫১ টিতে৷ ম্যাজিক ফিগার ৭৪ এর অনেক আগেই থেমে যায় বিজেডি৷ ১৪ টি আসন পেয়েছে কংগ্রেস৷ শুধু বিধানসভা নির্বাচনেই নয়, লোকসভা নির্বাচনেও ওড়িশার জনাদেশ গেরুয়া শিবিরের পক্ষেই গেছে৷ রাজ্যের ২১টি আসনের মধ্যে ২০ টিতেই জয়ী হয়েছে বিজেপি৷ বাকি একটি আসনে জিতেছে কংগ্রেস৷