নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম, ৭ এপ্রিল— হারা বুথগুলিকে পুনরুদ্ধার করতে মারিয়া শাসক দল৷ আর তাই ওই হারা বুথগুলিতে জোর কদমে প্রচার চালানোর দায়িত্ব দেওয়া হল মহিলা, ছাত্র-যুবদের৷ হারা বুথগুলিতে তিন চার দফায় একই বুথে যাবে পর্যায়ক্রমে মহিলা, ছাত্র, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সদস্যরা৷ এছাড়াও এক যোগেও যাবেন তারা৷ ঝাড়গ্রাম বিধানসভার অধীন দুটি ব্লকের চোদ্দটি গ্রামপঞ্চায়েত এলাকার হারা বুথগুলিকে পুনরুদ্ধার করতে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্য বনদফতর মন্ত্রী বীরবাহা হাঁসদা৷ ঝাড়গ্রাম বিধানসভা তার নিজের কেন্দ্র৷ আর সেই কেন্দ্রের অধীন মোট ১৪ টি গ্রামপঞ্চায়েত রয়েছে৷ ইতিমধ্যে ১৪টি অঞ্চলের মধ্যে ১০ টি অঞ্চলে কর্মী বৈঠক সেরে ফেলেছেন বীরবাহা৷ ওই সব বৈঠক গুলিতে বুথ স্তর থেকে শুরু করে অঞ্চল ব্লক স্তরের নেতা, কর্মীদের তার দাওয়াই হারা বুথগুলি পুনরুদ্ধার করতে বারংবার সেখানে যেতে হবে৷ বিশেষ করে মহিলা, ছাত্ররা৷ মহিলার একদিকে যেমন লক্ষ্মীর ভান্ডার মতো প্রকল্পগুলি তুলে ধরবেন তেমন ছাত্রদের দায়িত্ব হচ্ছে বয়স্ক এবং কম বয়সীদের মধ্যে প্রচার করা৷ তারা সার্বিক উন্নয়ন গুলি তুলে ধরবেন৷ বিশেষ করে ছাত্ররা বয়স্কদের শাসক দলের পক্ষে বোঝানোর কাজটি করবেন৷ এরা ছাড়া পরবর্তী পর্যায়ে পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যরাও দলের ব্লক, অঞ্চল, বুথ নেতৃত্বের সাথে যাবেন৷ এইভাবে একই বুথে তিন থেকে চারবার প্রচারে যাবে৷ অন্যদিকে যেসব বুথগুলি জেতা সেই জায়গাতে বুথ সভাপতি সহ স্থানীয় নেতৃত্বদের মাটি কামড়ে পড়ে থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী৷ দলীয় সূত্রে জানা গিয়েছে মন্ত্রী ইতিমধ্যে বিনপুর এক ব্লকের লালগড়, ধরমপুর, বৈতা, নেপুরা, রামগড়, বেলাটিকড়ি,
আঁধারিয়া, সিজুয়া অঞ্চলগুলিতে বৈঠক সেরেছেন৷ বাকি রয়েছে বিনপুর এবং দহিজুড়ি অঞ্চল৷ অন্যদিকে ঝাড়গ্রাম ব্লকের চারটি অঞ্চলের মধ্যে সাপধরা এবং রাধানগরে বৈঠক সেরেছেন৷ বাকি রয়েছে মানিকপাড়া বাঁধগোড়া৷
দলীয় সূত্রে জানা গিয়েছে বিনপুর এক ব্লকের ১০টি গ্রামপঞ্চায়েতের অন্তর্গত বুথ রয়েছে ১৪৮ টি৷ এরমধ্যে ৩০ টি বুথ পঞ্চায়েত নির্বাচনে হাত ছাড়া হয়েছে৷ আর ঝাড়গ্রাম ব্লকের চারটি গ্রামপঞ্চায়েতের বুথ রয়েছে ৬৭ টি৷ এর মধ্যে ২৮টি বুথ তৃণমূলের হাতছাড়া হয়েছে৷ আর এই সব বুথগুলিকেই টার্গেট করে এলাকায় সংগঠন গোছাতে চাইছেন মন্ত্রী৷
এই বিষয়ে রাজ্য বনদফতরের মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, ‘‘জেতা বুথ তো রয়েইছে৷ তবে আমরা চাইছি যে সব বুথে আমরা হেরেছি সেগুলিতে জোর দিতে৷ বারে বারে সেখানে আমরা যাব৷ মহিলা, ছাত্র সংগঠন সেখানে কাজ করবে মানুষকে বোঝাবে৷ তিন চার দফায় প্রচার চলবে ওই সব এলাকায়৷’’