বিদেশ ভূমে প্রশংসিত বাঙালি ডাক্তার বৈদ্যনাথ ঘোষ দস্তিদার

নিজস্ব প্রতিনিধি— আরও একবার নিজ কৃতিত্বের জোরে বিদেশ ভূমে ভারতের নাম স্বর্ণাক্ষরে খোদাই করলেন বাঙালি ডাক্তার, বৈদ্যনাথ ঘোষ দস্তিদার৷ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হার্ভার্ড মেডিকেল স্কুলের সম্মানীয় ‘গ্লোবাল ক্লিনিক স্কলারস রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম’-এ তিনি নির্বাচিত হলেন ভারত থেকে৷ এখানেই শেষ নয়, পাশাপাশি হার্ভার্ড মেডিকেল স্কুলের তরফ থেকে তিনি পেয়েছেন পঞ্চাশ শতাংশের বৃত্তি৷ তবে এটি প্রথমবার নয়, এর আগেও তিনি বিদেশের মাটিতে উজ্জ্বল করেছিলেন দেশের নাম৷ গতবছর ট্রিনিটি কলেজ ডাবলিন এবং রয়্যাল কলেজ অফ সাইকিয়াট্রি আয়ারল্যান্ডের অধীনে পুগলিয়া ইতালির ‘ফরেনসিক সাইকিয়াট্রি সামার স্কুল’ থেকে ডাক পেয়েছিলেন ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার৷ উল্লেখ্য, তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ৷

তবে কে এই বাঙালি ডাক্তার? বৈদ্যনাথ ঘোষ দস্তিদার হলেন বারাসাত লোকসভা কেন্দ্রের পর পর তিনবারের লড়াকু সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছোট ছেলে৷ উল্লেখ্য, কাকলি নিজেও একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ৷ শুধু তাই নয়, কাকলির সম্পূর্ণ পরিবারই হলো ‘ডাক্তার পরিবার’৷ মা, বাবা এবং দাদার থেকে অনুপ্রাণিত হয়ে এবং তাঁদের সহায়তায় বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের আকাশ ছোঁয়া সাফল্য, এমনটাই বলেছেন তিনি৷ তাঁর ভাষায়, ‘আমি আজ যে জায়গায় পৌঁছেছি তার সমস্ত কৃতিত্বই আমার বাবা, মায়ের৷ আমার সাফল্যের কৃতিত্ব একান্তই আমার পরিবারের৷’ উল্লেখ্য, কাকলি ঘোষ দস্তিদার নিজেও বিশ্বের দরবারে ভারতের চিকিৎসা ব্যবস্থাকে প্রতিনিধিত্ব করেছিলেন৷ মায়ের পর এবার ছেলেই সেই কাজের দায়ভার নিলেন নিজের কাঁধে৷ সর্বোপরি ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের সাফল্যে খুশি তাঁর গোটা পরিবার৷