সাধুসন্তদের অপমান বাংলা ভালোভাবে নেবে না : মোদি

গোপেশ মাহাতো, ঝাড়গ্রাম, ২০ মে— রামকৃষ্ণ মিশন এবং সন্তদের আক্রমণ করছে তৃণমূল, মুখ্যমন্ত্রী৷ আমার জীবন গড়ার ক্ষেত্রে রামকৃষ্ণ মিশনের অনেক অবদান রয়েছে৷ এদের অপমান বাংলার মানুষ কিছুতেই মাফ করবে না৷ সোমবার ঝাড়গ্রাম লোকসভা আসনের বিজেপি প্রার্থী প্রণৎ টুডুর প্রচারে এসে তৃণমুলকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদি৷ এদিন ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরা স্টেডিয়ামে ঝাড়গ্রাম লোকাসভা আসনের প্রার্থীর প্রচারে আসেন তিনি৷ পাশাপাশি কংগ্রেসকে সাম্প্রদায়িক দল বলে তুমুল আক্রমণ করলেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, আজই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের একটি ভিডিও দেখলাম৷ খুবই গুরুত্বপূর্ণ বিষয়৷ এরা ভীষণ সম্প্রদায়িক৷ ১২-১৩ সালের পুরনো একটি ভিডিও৷ কংগ্রেসের শাহজাদা বলছেন, কংগ্রেস মুসলমানদের সংরক্ষণ দেবে৷ তখন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছেন অন্য কথা৷ আর তাল ঠুকে কংগ্রেস বলছে তারা মুসলমানদের সংরক্ষণ দেবে৷ এদিন প্রধানমন্ত্রী চারটা বেজে দশ নাগাদ সভা মঞ্চে আসেন৷ তার আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব সভায় পর পর বক্তব্য রাখছিলেন৷ সুকান্ত মজুমদারের বক্তব্য রাখার কিছুটা সময় পরেই নরেন্দ্র মোদি সভামঞ্চে আসেন৷ যদিও তিনি মঞ্চে এসেই বক্তব্য রাখেননি৷ সুকান্ত মজুমদার তাঁর বক্তব্য শেষ করার পর তিনি বক্তব্য রাখেন৷ তাঁর প্রায় ত্রিশ মিনিটের বক্তব্য জুড়ে ছিল কংগ্রেস, ইন্ডিয়া জোট এবং তৃণমূলকে আক্রমণ৷ পাশাপাশি তাঁর সরকার কী কাজ করেছে তা তুলে ধরেন৷

তিনি বলেন, ‘পাকিস্তানের মুখের উপর জবাব দেওয়া হয়েছে৷ নকশালদের কোমর ভেঙে গেছে৷ প্রথমবার ৪ কোটি পাকা বাড়ি হয়েছে গরিবদের জন্য৷ ৫০ কোটির বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে৷ শৌচালয়, মহিলাদের জন্য উজলা গ্যাস৷ এইসব কে করেছে৷ আপনাদের ভোটের জোরে করেছি৷ নিয়ত ঠিক থাকলে মানুষের জন্য কাজ করা যায়৷ নিয়ত খারপ হলে অজুহাত৷ পয়সা দাও চাকরি নাও৷ শিক্ষাক্ষেত্রেও ছাড়েনি৷ চাকরি নিলাম করেছে৷ নতুন প্রজন্মের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে৷

মোদি আপনাদের স্বপ্নপূরণে দিনরাত কাজ করবে৷ আপনারা আমার একটা কাজ করবেন? আপনারা গ্রামে গ্রামে গিয়ে বলুন, আপনাদের মোদিজি এসেছিলেন৷ আপনাদের প্রণাম জানিয়েছেন৷ জোহার জানিয়েছেন৷ আইন ব্যবস্থা ভেঙে পড়লে কোনও কাজ হয় না৷ তাই বাংলার উন্নয়ন হয়নি আমার চেষ্টার পরেও৷


মেদিনীপুর, তমলুকে অনেক সম্ভাবনা রয়েছে৷ কিন্ত্ত তৃণমূল এত বছর কিছুই করেনি৷ আসলে সারা বাংলার জন্য দুর্ভাগ্য এটা৷’ তিনি আরও বলেন, ‘কংগ্রেস এবং তৃণমূল সব সময় আদিবাসীদের প্রগতি অবরুদ্ধ করেছে৷ আদিবাসী মহিলাকে প্রথম বার রাষ্ট্রপতি করেছে বিজেপি৷ কিন্ত্ত কংগ্রেস, তৃণমূল, বামেরা অনেক চেষ্টা করেছিল বাধা দেওয়ার৷ কিন্ত্ত মোদি আছে৷ তৃণমূল প্রার্থী নামিয়েছিল৷ তৃণমূল আদিবাসীকে রাষ্ট্রপতি করতে দিতে চায় না৷ তারা আপনাদের উন্নয়ন করবে?’ কংগ্রেসের দিকে তোপ দেগে আরও বলেন, ‘কংগ্রেস এক দিকে পরিবারবাদকে তোয়াজ করে৷ অন্যদিকে তোষণের রাজনীতি করে৷ মিডিয়া এদের অনেক বাঁচিয়েছে৷ এখনও পর্যন্ত পাঁচ দফা ভোট হল৷ পাঁচদফাতেই পরাস্ত হয়েছে ‘ইন্ডিয়া’ মঞ্চ৷ পুরো দেশ বাংলার অবস্থা নিয়ে চিন্তিত৷ এখানে হিংসা হয়৷ বিজেপি কর্মীদের খুন হতে হয়৷ ঝাড়গ্রামেরও একই অবস্থা৷ খুন এখানে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে৷ কিন্ত্ত তৃণমূলের চিন্তা কেবল ভোটব্যাঙ্কের৷ অনুপ্রবেশকারীদের বলে বলে বাংলায় ঢোকাচ্ছে এরা৷

কংগ্রেসের জাহাজ ডুবে গিয়েছে৷ আর তৃণমূলের জাহাজে ফুটো হয়ে গিয়েছে৷ দুর্নীতির ইসু্যত খোঁচা দিয়ে বলেন বাংলায় তৃণমূলের রিপোর্ট কার্ড নেই৷ রেট কার্ড আছে৷ রামমন্দিরের প্রতিষ্ঠা কি অপবিত্র? প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী মোদি৷ অভিযোগ করলেন, রামনবমীর অনুষ্ঠানে হামলা করিয়েছে তৃণমূল৷