‘মোদি সরকারকে মজবুত করতে বাংলাকে দরকার’

চন্দ্রা মিত্র শী, বারুইপুর, ২৮ মে— চব্বিশের লোকসভার শেষ দফার ভোটের শেষ প্রচারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরের ফুলতলা সাগরসঙ্ঘের মাঠে মঙ্গলবার বিকেলে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যাদবপুরের প্রার্থী ডাঃ অনির্বাণ গাঙ্গুলি ও দক্ষিণ কলকাতার প্রার্থী দেবশ্রী চৌধুরীর হয়ে প্রচার উপলক্ষ্যে এসে এদিন প্রধানমন্ত্রী আম জনতাকে বোঝালেন, কেন আরো একবার মোদিকে দরকার৷ জানালেন, গত দশ বছরে তিনি কী কী উন্নয়ন মূলক কাজ করেছেন৷ অকপটে বললেন, কেন্দ্রে আরো একবার মোদি সরকার গড়তে হলে বাংলাকে বড় দরকার৷ কারণ, বাংলার গৌরবময় কালচার৷ এ বাংলা গুরুদেব রবীন্দ্রনাথের বাংলা৷ বাংলা ভাষাতেই উচ্চারণ করলেন, বাংলার মাটি বাংলার জল বাংলার ফুল বাংলার ফল পূণ্য হউক পূণ্য হউক হে ভগবান …
উচ্চারণ সঠিক না হবার জন্য মার্জনাও চেয়ে নেন বাংলার জনতার কাছে প্রধানমন্ত্রী৷

মাত্র পনেরো মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যে অত্যন্ত দৃঢ়তার সাথে এদিন প্রধানমন্ত্রী বলেন, সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া৷ ওরা ইন্ডি জোট বেঁধেছে৷ এ রাজ্যের মুখ্যমন্ত্রী আবার গোঁসা করে বলেছেন, উনি বাইরে থেকে সমর্থন দেবেন৷ ওদের গাঁট বন্ধন ধরা পডে় গেছে৷ আর তৃণমূলকে ভোট দেওয়া তো ভোট নষ্ট৷ ওরা তো ভ্রষ্টাচারের রাজনীতি করে৷ দুর্নীতি অন্যায়কে সমর্থন দেয়৷ সন্দেশখালির মা-বোনের অপমান হল, আর ওরা সেই শাজাহানকে বাঁচাতেই নোংরা খেলা খেলছে৷ এ রাজ্যে তো পঞ্চায়েত বিধানসভা লোকসভার ভোট খুন ছাড়া হয় না৷ বাংলার সু-শাসন দূরবীণ দিয়ে দেখতে হবে৷ এরা ভোটের জন্য রাজনীতি করে৷ মানুষের প্রকৃত উন্নয়নের জন্য নয়৷

ভারতীয় জনতা পার্টির যাদবপুর দক্ষিণ কলকাতার প্রার্থীদের জেতানোর কথা বলার সাথে, এদিন মোদি সারা বাংলা থেকে বিজেপির প্রার্থীদের জয়ী হয়ে আসার আলো দেখছেন৷ এদিন কংগ্রেস তৃণমূল সিপিএম তিন দলেরই কঠোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী৷ বলেন, বাংলার কোনও উন্নয়নই এই তিন রাজনৈতিক দল সেভাবে করতে পারেনি৷ বেশিরভাগ কলকারখানা বন্ধ৷ মোদির সরকার গত দশ বছরে যে উন্নয়ন করেছে দেশের জন্য তা গত ষাট সত্তর বছরে হয়নি৷


এদিকে এই তৃণমূল দল এ রাজ্যে গণতন্ত্র মেনে কাজ করছে না৷ নাগরিকত্ব নিয়ে ভুল বোঝাচ্ছে৷ মোদি সরকার নাগরিকত্ব দেবার জন্য সিএএ করেছে৷ নাগরিকত্ব কেডে় নেবার জন্য নয়৷ এই সরকার হাইকোর্টের রায় মানবে না বলছে৷ মুসলমান জাতিকে ওবিসি ঘোষণা করে দিয়েছে৷ মুসলমানদের খুশি করতে উনি বলছেন হাইকোর্টের রায় উনি মানেন না৷

বারুইপুরের সভায় মুখ্যমন্ত্রীর নাম না করেই তাঁর প্রশাসনের তাঁর কাজের প্রতি কটাক্ষ করেন৷ কর্দমাক্ত জলের ওপর দাঁডি়য়ে বসে হাজার হাজার জনতাকে দেখে আপ্লুত প্রধানমন্ত্রী এদিন বলেন, মোদি আপনাদের আশীর্বাদ পেয়ে গেছে৷ ঝডে়র প্রভাব এর পরদিনই এত বড় সভা ভাবা যায় না৷ সভার শুরুতেই তাই বাংলা ভাষায় বলেন, কেমন আছেন যাদবপুরের মানুষ কলকাতার মানুষ৷ বাংলার মানুষকে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের বেশিরভাগ নাগরিক সত্তর বছরের উর্ধে৷ সংখ্যাটা আরো বাড়বে৷ এনাদের সবার কথা ভাবছে মোদি সরকার৷ ভাবছে নওজয়ানদের কথা৷ জানালেন তার সরকার শুরুও করে দিয়েছে গতির জীবন৷ ইলেকট্রিক বাস৷ বন্দে ভারত ট্রেন৷ মেট্রোর বিন্যাস প্রায় সব রাজ্য জুডে়৷ চলছে দক্ষ কর্মী তৈরির উদ্যোগ৷ তাই তো দরকার আরো একবার মোদি সরকার৷ এদিন মোদিজী তাঁর অদ্ভুত আহ্বানে উপস্থিত সকলকে সামিল করে নিজেই বলিয়ে নিলেন, বলুন, দরকার, আরো একবার মোদি সরকার৷৷