মহারাষ্ট্রে নির্বাচনের দামামা বাজতেই শুরু হয়েছে প্রতিপক্ষ দলগুলির রাজনৈতিক তরজা। এমনই তরজায় জড়িয়ে পড়লেন যোগী আদিত্যনাথ এবং মল্লিকার্জুন খাড়গে। খাড়গে অভিযোগ করেছিলেন, এখন সাধুবেশের নেতারাই সাম্প্রদায়িক অস্থিরতা তৈরির চেষ্টা করছেন। এরই জবাবে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার বলেন, ‘কংগ্রেস প্রধান ভোটের জন্য তাঁর পরিবারের আত্মত্যাগের কথা ভুলে গেছেন।’ খাড়গের শৈশবের কথা তুলে ধরে আদিত্যনাথ বলেন, কীভাবে হায়দরাবাদ নিজামের রাজাকাররা ১৯৪৮ সালে তাঁদের গ্রাম পুড়িয়ে দিয়েছিল এবং তাঁর মা এবং বোনকে হত্যা করেছিল।