নিজস্ব প্রতিনিধি — বারাসাতের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদারের মনোনয়ন জমা কে কেন্দ্র করে বারাসাতের পথে নামলেন অসংখ্য মানুষ৷ প্রখর রোদ উপেক্ষা করেই পা মেলালেন প্রার্থীর সঙ্গে৷ ১ জুন অর্থাৎ সপ্তম বা অন্তিম দফায় নির্বাচন বারাসাত লোকসভা কেন্দ্রে৷ তাই সোমের সকালেই বারাসাত জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা করেন কাকলি৷ তৃণমূল প্রার্থী তথা বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাকলি ঘোষ দস্তিদার এদিন বারাসাতের কেনসি রোডে তৃণমূল কার্যালয় থেকে বিপুল জনসমর্থন নিয়ে সুসজ্জিত পদযাত্রা শুরু করেন৷ পদযাত্রায় উপস্থিত মানুষের সংখ্যা ছিল অগণিত, জনসমর্থন ছিল নজরকাড়া৷ পরনে হালকা নীল শাড়ি, হাঁটতে হাঁটতেই হাত নাড়িয়ে জনসমর্থন আদায় করেন কাকলি এবং মানুষের ভালবাসা ও আশীর্বাদ নিয়ে পৌঁছান জেলাশাসকের অফিসে৷ প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের পাশাপাশি এদিনের পদযাত্রায় পা মেলান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এবং দমকল মন্ত্রী সুজিত বোস৷ জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীর হাতে মনোনয়ন জমা করেন কাকলি৷ সেই উদ্দেশ্যেই এদিন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল জেলাশাসকের অফিস এবং সেই সম্পূর্ণ এলাকা যেখান দিয়ে কাকলি পদযাত্রা করেন৷
মনোনয়ন দাখিল করে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাকলি বলেন, “আমি ১০০ শতাংশ আশাবাদী, আমি জিতবোই৷ আমায় কেউ হারাতে পারবে না৷ ” মানুষের সর্বক্ষণের কর্মী হলেন কাকলি৷ তিনি আরও বলেন, “জয় নিয়ে আমার চিন্তা নেই৷ ব্যবধান তো অবশ্যই বাড়বে৷ আমি প্রত্যেকদিন মানুষের পাশে থাকি, রাস্তায় থাকি৷ দিনে, রাতে মানুষের কাজ করি৷” বিপুল জনসমর্থনের প্রসঙ্গে তাঁর আরও সংযোজন, “রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন প্রত্যেক মানুষই৷ আর সেই প্রকল্পগুলির বাস্তব রূপায়নের জন্য আমি সর্বদা মানুষের পাশে থেকেছি, আগামীতেও থাকবো৷ তাই মনোনয়ন ঘিরে মানুষের এতটা উত্তেজনা৷ ” তিনবারের সাংসদ ছিলেন কাকলি৷ চতুর্থবারও দল ভরসা করেছে কাকলিকেই৷ বিগত পনেরো বছর ধরেই বারাসাত লোকসভা কেন্দ্র কাকলির হাতের মুঠোয়৷ বারাসাতের মানুষ যে এবারও কাকলিকেই চান, ব্যাপক জনসমর্থন তাই প্রমাণ করছে৷ আশাবাদী কাকলি এদিন আরও বলেন, “মমতা বন্দোপাধ্যায়ের সহায়তায় বিগত পনেরো বছরে নতুন রূপে সাজিয়ে তুলেছি বারাসাত কেন্দ্রটিকে৷ আগামীদিনেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে৷ প্রত্যেক মানুষের দুঃখ, দুর্দশায় যেন তাঁদের পাশে ঢাল হয়ে দাঁড়াতে পারি, মনোনয়ন দাখিল করে সেই শপথই নিলাম৷” মন্ত্রী সুজিত বোস এদিন বলেন, “কাকলি ঘোষ দস্তিদারের জয় নিশ্চিত৷ মানুষ কোনো ভাবেই বিজেপিকে চাইছে না৷ বেকারত্ব, আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ তাই পরিবর্তন কেবল সময়ের অপেক্ষা৷” মন্ত্রী রথীন ঘোষ বলেন, “বিপুল জনসমর্থনই প্রমাণ করে দিচ্ছে আগামীদিনে জয়ের মুকুট কে পরবেন৷ বারাসাতের সমস্যা জানিয়ে সংসদে আওয়াজ তোলার মতো সুযোগ্য মানুষ কাকলি ঘোষ দস্তিদার৷ বিগত পনেরো বছর তিনি কেবল নিজ কেন্দ্রের উন্নয়নই করেননি বরং যেকোনো সমস্যার সমাধান খুঁজে বের করেছেন৷ যেকোনো অন্যায়ের প্রতিবাদ করে দিল্লির বুকে আওয়াজ তুলেছেন৷ মানুষ এসবই দেখেছেন তাই কাকলি ঘোষ দস্তিদারের জয় নিশ্চিত৷”