• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

মানহানির মামলায় রাহুলকে তলব বেঙ্গালুরুর কোর্টের

বেঙ্গালুরু, ৪ জুন– বিজেপিকে দুর্নীতিবাজ বলার দায়ে ফের কোর্টের তলবে রাহুল৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে এবার তলব করল বেঙ্গালুরুর একটি নিম্ন আদালত৷ ৭ জুন তাঁরে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে৷ সোমবার একই মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার৷ রাহুল গান্ধিকে ওই মামলায় এর আগে দু’বার

বেঙ্গালুরু, ৪ জুন– বিজেপিকে দুর্নীতিবাজ বলার দায়ে ফের কোর্টের তলবে রাহুল৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে এবার তলব করল বেঙ্গালুরুর একটি নিম্ন আদালত৷ ৭ জুন তাঁরে সশরীরে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে৷ সোমবার একই মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার৷ রাহুল গান্ধিকে ওই মামলায় এর আগে দু’বার তলব করেছিল আদালত৷ আইনজীবী মারফত সময় চেয়ে নেন তিনি৷ শেষবার লোকসভা ভোটের প্রচারে ব্যস্ততার কারণে ছাড় দেওয়া হয়৷

রাহুল-সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কর্ণাটক বিজেপির সাধারণ সম্পাদক এস কেশব প্রসাদ৷ গত বছর মে মাসে কর্ণাটকে বিধানসভার ভোটে ক্ষমতায় ফেরে কংগ্রেস৷ নির্বাচনে হাত শিবিরের অন্যতম ইসু্য ছিল বিজেপি সরকারের দুর্নীতি৷ কংগ্রেস প্রচার করে বিজেপি সরকারের সময়ে যে কোনও কাজে ঘুষ দিতে হয়৷ এমনকী রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রী হতে গেলেও বিজেপি টাকা নেয়৷ দল অভিযোগ করে মুখ্যমন্ত্রী হতে আড়াই হাজার কোটি টাকা গুণতে হয়৷ সভা-সমিতির পাশাপাশি কংগ্রেস সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়েও এই অভিযোগ করে৷ পাতাজোড়া বিজ্ঞাপনে বিজেপিকে চোর, সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দল বলে উল্লেখ করা হয়৷ সোমবার আদালত থেকে জামিন পাওয়ার পর ফের কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার বলেছেন, এখনও বলছি, এ রাজ্যের বিজেপি সবচেয়ে দুর্নীতিগ্রস্থ৷ বিজেপি নেতা প্রসাদ রাহুল গান্ধিকেও এই মামলায় যুক্ত করেছেন৷ যদিও দলের তরফে আদালতে পিটিশন দাখিল করে বলা হয়, ওই বিজ্ঞাপনের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সভাপতির কোনও সম্পর্ক নেই৷ কিন্ত্ত বিচারক রাহুলের বক্তব্য না শুনে তাঁকে মামলা থেকে রেহাই দিতে রাজি হননি৷